ভিসা ছাড়াই যেতে পারবেন কেনিয়া

Daily Ajker Sylhet

admin

১৪ ডিসে ২০২৩, ০১:১৭ অপরাহ্ণ


ভিসা ছাড়াই যেতে পারবেন কেনিয়া

অনলাইন ডেস্ক:
ভিসা ছাড়াই পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া ভ্রমণ করতে পারবেন যে কেউ। আগামী জানুয়ারি মাস থেকে পৃথিবীর যেকোনো দেশের নাগরিক এই সুবিধা পাবেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) কেনিয়ার স্বাধীনতার ৬০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো এ ঘোষণা দিয়েছেন।

কেনিয়ার রাজধানী নাইরোবিতে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, কেনিয়া যেতে অনলাইনে ভ্রমণ পাস পাওয়া যাবে। ২০২৪ সালের জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করবে কেনিয়া।

উইলিয়াম রুতো বলেন, সরকার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে, যার মাধ্যমে সবাইকে অগ্রীম একটি ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশন দেওয়া হবে, ফলে কাউকে ভিসার জন্য আবেদন করতে হবে না।

কেনিয়ায় বিভিন্ন জাতির লোকের বাস রয়েছে। অতীতে এই দেশ ব্রিটিশদের অধীনে ছিল। ১৯৬৩ সালে কেনিয়া ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করে।

Sharing is caring!