Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

admin

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩ | ০৩:৫৬ অপরাহ্ণ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ | ০৩:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত ইজিবাইক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চানভাঙ্গা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নিহতরা হল, চুনারুঘাট উপজেলার দূর্গাপুর গ্রামের ফারুক মিয়ার পুত্র ইজিবাইক চালক তানিম আহমেদ (২৫), একই উপজেলার রামশ্রী আলাপুর গ্রামের আনেয়ার আলীর কন্যা তামান্না আক্তার (১৪) ও দুর্গাপুর গ্রামের সমেদ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৪৫)। আহতরা নিসফা বেগম (৩৮) ও হেনা আক্তার (১৬) কে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, চুনারুঘাট থেকে নতুন ব্রীজে র উদ্দেশে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রীরা আহত হলে তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ইজিবাইকচালক তানিম, তামান্না আক্তার ও সুফিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

(ওসি) বলেন, এ ঘটনায় দূর্ঘটনা কবলিত ব্যাটারিচালিত অটোরিক্সা ও কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে। ওই সড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন