Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন না করতে জিএম কাদেরকে হুমকি, থানায় জিডি

admin

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩ | ০৪:৫৬ অপরাহ্ণ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩ | ০৪:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
নির্বাচন না করতে জিএম কাদেরকে হুমকি, থানায় জিডি

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় নির্বাচনে অংশ না নিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে হুমকি দেওয়া হয়েছে। গত বুধবার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে ক্ষুদেবার্তার মাধ্যমে তাকে এ হুমকি দেওয়া হয়।

আজ শনিবার জি এম কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নানের করা ডিএমপির উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) থেকে এতথ্য জানা গেছে।

Manual1 Ad Code

জিডি সূত্রে জানা যায়, গত বুধবার জিএম কাদেরের ব্যক্তিগত মোবাইল নম্বরে মেসেজ করে হুমকি দেওয়া হয় তিনি যেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করেন। তারপরেও যদি তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তার পরিবার ও আত্মীয়স্বজনের প্রাণনাশের হুমকি দেওয়ার কথা বলা হয়েছে। এরপর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Manual7 Ad Code

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি আবুল হাসান গণমাধ্যমকে বলেন, জিএম কাদেরকে হুমকি দেওয়ার বিষয়ে একটি জিডি হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি।

Manual4 Ad Code

শেয়ার করুন