Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশিদের মৌসুমি ভিসা দিচ্ছে ইতালি

admin

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩ | ১১:৩৮ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ | ১১:৩৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশিদের মৌসুমি ভিসা দিচ্ছে ইতালি

Manual1 Ad Code

আর্ন্তজাতিক ডেস্ক:
ইটালিতে কৃষি ও স্পন্সর ভিসায় আসতে আগ্রহী আবেদনকারীদের নিয়োগকর্তার মাধ্যমে অনলাইন আবেদনের প্রথম দিনকে ক্লিক-ডে বলা হয়। এবার বিভিন্ন খাত ও সেক্টর অনুযায়ী এটির তারিখ ছিল ২, ৪ এবং ১২ ডিসেম্বর।

কৃষিসহ বিভিন্ন খাতে মৌসুমি ও স্পন্সর ভিসায় বিদেশি কর্মী আনতে চলতি বছরের অক্টোবরে আনুষ্ঠানিক ডিক্রি ও গ্যাজেট প্রকাশ করেছিল ইটালি৷ দেক্রেতো ফ্লুসি নামে পরিচিত এই বিশেষ ঘোষণায় ২০২৩ থেকে ২০২৫ সালের জন্য সেক্টর ভিত্তিক অভিবাসী কোটা নির্ধারণ করা হয়েছিল।

Manual4 Ad Code

এরই ধারাবাহিকতায় অ-মৌসুমি বা নন সিজনাল বা স্পন্সর ভিসায় কর্মী আনতে যেসব দেশের সঙ্গে ইটালির বিশেষ সহযোগিতা চুক্তি আছে, এমন দেশের নাগরিকদের ডিসেম্বরের দুই তারিখ থেকে আবেদন করার সুযোগ দেওয়া হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ প্রায় ৩৫টি দেশ এই তালিকায় রয়েছে।

গত ২ ডিসেম্বর আবেদনের আহ্বানে প্রায় ৩৯ হাজার কোটার বিপরীতে দুই লাখ ৪২ হাজার ৮২৬টি আবেদন নথিভুক্ত করা হয়েছে।

এছাড়া গৃহশ্রমিক ও পরিচর্যাকারী কোটায় সরকারের পক্ষ থেকে নয় হাজার ৫০০টি আবেদন আহ্বান করা হলেও প্রথম চার মিনিটেই আবেদন জমা পড়ে ১১ হাজার ৩৬৩টি৷ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে৷

যেসব দেশের সঙ্গে চুক্তি নেই সেসব দেশের অভিবাসীদের জন্য অ-মৌসুমি বা নন-সিজনাল বা স্পন্সর ভিসায় ক্লিক ডে ছিল ৪ ডিসেম্বর। ওই দিন ৯ হাজার ৫০০ কোটার বিপরীতে মোট ৭৬ হাজার ৭১১টি আবেদন জমা করেছেন আগ্রহী অভিবাসীদের নিয়োগকর্তারা।

সবশেষ চলতি সপ্তাহের মঙ্গলবার অর্থাৎ ১২ ডিসেম্বর ছিল মৌসুমি বা সিজনাল ভিসায় আবেদনের প্রথম দিন বা ক্লিক-ডে। আবেদন শুরু হয় সকাল ৯ টায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন দপ্তর জানিয়েছে, আবেদন শুরুর পাঁচ মিনিটের মধ্যে ৮২ হাজার ৫৫০টি কোটার বিপরীতে আবেদন জমা পড়ে ৮৬ হাজার ৭৯টি। সর্বশেষ তথ্য এই অনুযায়ী এই খাতে এখন পর্যন্ত জমা পড়েছে দুই লাখ ৬১ হাজার ৪৬৯টি আবেদন।

Manual7 Ad Code

ইটালি এবং ইউরোপের কৃষি ব্যবসার প্রধান সংস্থা কোল্ডিরেতি জানিয়েছে, মৌসুমী ভিসায় সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ট্রেন্টিনো রিজিওনে। এই অঞ্চলতি আপেল চাষের জন্য বিখ্যাত। এখানে প্রচুর কর্মীর প্রয়োজন। এছাড়া ভেনেত্তো অঞ্চলেও বিপুল আবেদন এসেছে। এই অঞ্চল সবজি এবং স্ট্রবেরির জন্য বিখ্যাত।

এছাড়া ইটালির উত্তরাঞ্চলের ফ্রিউলি ভেনেৎজিয়া জিউলিয়া এলাকটিও অভিবাসীদের আগ্রহের শীর্ষে আছে। এ অঞ্চলে প্রচুর আঙুর চাষ হয়।

টমেটো ও খাদ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্টের জন্য বিখ্যাত ইটালির লাজিও এবং কাম্পানিয়া রিজিওন। এই দুই অঞ্চলেও উল্লেখযোগ্য অভিবাসী বিভিন্ন কোম্পানির মালিকদের মাধ্যমে আবেদন করেছেন।

ইটালিতে ইউরোপের বাইরে থাকে আসা অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কৃষি ও স্পন্সর ভিসায় আসেন ভারতীয়রা। এরপরই আছেন মরক্কো, আলবেনিয়া, সেনেগাল, পাকিস্তান, টিউনিশিয়া, নাইজেরিয়া এবং মেসেডোনিয়ানরা।

অপরদিকে, বাংলাদেশিরা বিপুল সংখ্যক আবেদন করলেও ভিসা পাওয়ার সংখ্যা খুবই কম। এক্ষেত্রে উপযুক্ত ও সঠিক মালিক খুঁজে না পাওয়া এবং আবেদনে ক্রটিই কারণ বলে মনে তরা হয়। এছাড়া অনেকেই এসব ভিসায় এসে আর সংশ্লিষ্ট সেক্টরে কাজ করেন না কিংবা আইন অনুযায়ী দেশে ফিরে যান না।

Manual7 Ad Code

ইটালির কৃষক সমিতিগুলো জানায়, বিশেষ কর্মীরা দেশটির কৃষি খাতে ট্রাক্টর চালক, গ্রিনহাউস কৃষক এবং ফসল ছাঁটাইয়ের কাজে বিরাট ভূমিকা পালন করছেন। এসব কাজের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া ফল এবং সবজি সংগ্রহে জড়িত সাধারণ শ্রমিকদেরও প্রয়োজন কৃষি সেক্টরে।

কোল্ডিরেতি সংস্থা জানিয়েছে, ইটালিতে বিভিন্ন খাতে অনেক নতুন কর্মসংস্থানের সম্ভাবনাও উন্মুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে কোম্পানির বিক্রয়কর্মী, খামার-ফার্মহাউসে দেখভাল করার লোক, প্রতিবন্ধী, বন্দি এবং সাবেক মাদকাসক্ত ব্যক্তিদের পুনবার্সন প্রকল্পে সহায়তা কর্মী। এছাড়াও পার্ক এবং রাস্তার সৌন্দর্যায়ন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতেও লোকবলের প্রয়োজন।

Manual2 Ad Code

শেয়ার করুন