বিএনপি-জামায়াত অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করে নির্বাচন বানচালের চেষ্টা করছে: শাহাব উদ্দিন
০৪ জানু ২০২৪, ০৩:১৯ অপরাহ্ণ
জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজার-১ নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, “বঙ্গবন্ধু ৭১ সালে দেশ স্বাধীন করেছেন, ৭২ সালে একটি সংবিধান দিয়েছেন। একটি স্বাধীন নির্বাচন কমিশন আছে। নির্বাচন কমিশনের অধিনে ৫ বছর পরপর নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে। সংবিধানে লেখা আছে দেশের মালিক জনগণ। জনগণ যাকে ভোট দিয়ে বিজয়ী করবে তারাই সরকার গঠন করবে। বিএনপি-জামায়াত নির্বচনী ট্রেন মিস করেছে। তারা ভোট পাবার কোনো সুযোগ নাই। ২০০৮ সালে তারা ২৭টি আসন পায়। ২০১৪ সালে নির্বাচনে যায় নি। ২০১৮ সালে ৭টি আসন পেয়েছিল। এবার কোনো আসন পাবেনা বলে তারা নির্বাচনে যায় নি। তাদের ভোট চাওয়ার অধিকার নাই বলে নির্বাচন বর্জনের নামে জ্বালাও পোড়াও, অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচনে বাঁধা দিলে এদেশের মানুষ তাদের প্রতিহত করে ভোট কেন্দ্রে যাবে এবং নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করবে।”
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জুড়ী শিশু পার্কে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি বলেন, “বিএনপি-জামায়াত ২০০১ সালে ক্ষমতায় গিয়ে দেশকে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন করেছিল। আব্দুর রহমান, বাংলা ভাইয়ের জন্ম দিয়েছিল। গাছে ঝুঁলিয়ে মানুষ হত্যা করেছিল। দেশকে জঙ্গী রাষ্ট্রে পরিণত করেছিল। এক সাথে সারাদেশে ৫০০ বোমা ফুটিয়েছিল। ২৮ আগস্ট গ্রেনেড হামলা করে ২৪ জনকে হত্যা করেছিল, ৫/৬ শত মানুষকে আহত করেছিল। শেখ হাসিনাকে বার বার হত্যার চেষ্টা করেছিল। এদেশে তাদের ভোটের কোনো অধিকার নেই। এদেশের মানুষ তাদের ভোট দিতে পারে না।”
তিরি বলেন, ‘তলাবিহীন ঝূড়ি বা মিছকিনের দেশ থেকে শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের তালিকায় নাম লিখিয়েছেন। মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন রকমের ভাতার সুবিধা পাচ্ছে দেশের মানুষ। জুৃড়ী-বড়লেখা শান্তিপূর্ন এলাকা। এখানে বিএনপি-জামায়াত অশান্তি সৃষ্টির পায়তারা করলে মানুষ তাদের রেহাই দিবে না।’
স্থানীয় বিভিন্ন উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, ‘৭ তারিখের নির্বাচনে সবাই কেন্দ্রে গিয়ে ৮০/৯০ ভাগ ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করবেন। ৭ জানুয়ারি আগাম বিজয় মিছিলের জন্য আপনাদের দাওয়াত দিলাম।’
বিশেষ অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেন, ‘মার্কিন সাম্রাজ্যবাদ ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের বিরোধীতা করেছিল। সপ্তম নৌবহর পাঠিয়ে স্বাধীনতা ঠেকাতে চেয়েছিল। কিন্তু পারে নি। বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল। তারা আবার শেখ হাসিনাকে প্রতিহতের ষড়যন্ত্র শুরু করেছে। নানা ভাবে ষড়যন্ত্র করে দেশকে ধংসের পায়তারা করছে। তারা চায় না আমরা ভালো থাকি।’
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রিংকু রঞ্জন দাসের পরিচালনায় অনুষ্টিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য ডা. ফয়েজ উদ্দিন আহমদ, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক সোনা, জাকির আহমদ কালা, আব্দুর রহমান, বড়লেখা পৌরসভার মেয়র কামরান চৌধুরী, জুড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহাব উদ্দিন লেমন, বদরুল ইসলাম, চা শ্রমিক ইউনিয়ন জুড়ী ভ্যালির প্রেসিডেন্ট কমল বোনার্জী, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, মৌলভীবাজার জেলা যুব লীগের সহ-সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল আলম সিদ্দিকী, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন. সাগরনাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী মাখন, গোয়ালবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজকুমার বারই, পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রীকান্ত দাস, পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দ্বারা, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনফর আলী, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, উপজেলা কৃষকলীগের সভাপতি বিধান দাস বাদল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, সহ-সভাপতি সায়রুল আলম, হাসান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন, জুয়েল রানা, জায়ফরনগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবুল খায়ের সায়মন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাব উদ্দিন সাবেল, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল ও জুড়ী কলেজ ছাত্রলীগের সভাপতি আশফাক আদনান।