ছিটকে পড়ে যে আবেগঘন বার্তা দিলেন নেইমার

Daily Ajker Sylhet

admin

০৭ মার্চ ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ণ


ছিটকে পড়ে যে আবেগঘন বার্তা দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক:
ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য ফুটবল থেকে ছিটকে গেলেন পিএসজির তারকা ফুটবলার নেইমার। গোড়ালির ইনজুরিতে পড়া ব্রাজিলিয়ান এ সুপারস্টারের অস্ত্রোপচার করতে হবে। কমপক্ষে ৪ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

দীর্ঘ সময়ের জন্য ছিটকে পড়ে আবেগঘন বার্তা দিয়েছেন নেইমার।

চিকিৎসকরা জানিয়েছে, অস্ত্রোপচার ছাড়া চোটমুক্ত হওয়া সম্ভব নয় নেইমারের জন্য। আগামী ১০ জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। পিএসজি ফাইনালে উঠলেও তাকে পাওয়া অনিশ্চিত বলে আশঙ্কা করা হচ্ছে।

নেইমারের এই অস্ত্রোপাচার দোহার একটি হাসপাতালে হবে। অস্ত্রোপচারের পর অনুশীলনে ফেরার আগে তারকা এই ফুটবলারকে কমপক্ষে তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে।

এদিকে, এমন খবরেও নিজের মনোবল হারাননি নেইমার। ব্রাজিলের এই তারকা ফুটবলার নিজের দৃঢ়তার জানান দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নেইমার লিখেন, আরও শক্তিশালী হয়ে ফিরব।

Sharing is caring!