Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে ফিসারী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

admin

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪ | ০৪:৫৭ অপরাহ্ণ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ | ০৪:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
জুড়ীতে ফিসারী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

Manual5 Ad Code

জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজের ১৩ ঘন্টা পর ফিসারী থেকে শুক্রবার সকাল প্রায় ১০টায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা বাগানে ঘটেছে।

Manual2 Ad Code

জানা যায়, ফুলতলা ইউনিয়নের ধলাইহাওর এলাকার বাসিন্দা চরিত্র চাষার (বমরু চাষা) পুত্র গগন চাষা (২৫) বৃহস্পতিবার রাত ৯টায় বাড়ী থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে রাত ১টায় ফুলতলা চা বাগানের ফাঁড়ি এলবিনটিলা এলাকায় বাগানের একটি ফিসারীর ঘাটে তার মাথার টুপি, পায়ের সেন্ডেল ও মোবাইল দেখতে পায়। পরে স্থানীয়রা দীর্ঘ সময় ফিসারীতে অনুসন্ধান করেও কোন সন্ধান পায়নি। শুক্রবার সকালে পুনরায় লোকজন ফিসারীতে নেমে খুঁজতে থাকে। এক পর্যায়ে পানির নিচ থেকে গগনের লাশ উদ্ধার করা হয়।

ফুলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম সেলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কারো কোনো অভিযোগ নেই।

Manual4 Ad Code

জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ূন কবির বলেন, গগনের খিঁচুনি রোগ ছিল। লাশের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারেরও কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে সমঝিয়ে দেয়া হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Manual7 Ad Code

শেয়ার করুন