Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

স্থানীয় সরকারের ২৩৩টি সংস্থার ভোট আগামী ৯ জানুয়ারি: ইসি আলমগীর

admin

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪ | ১২:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৪ | ১২:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
স্থানীয় সরকারের ২৩৩টি সংস্থার ভোট আগামী ৯ জানুয়ারি: ইসি আলমগীর

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
একই দিন ময়মনসিংহসহ দুটি সিটি করপোরেশন এবং একাধিক পৌরসভা, ইউপি মিলিয়ে স্থানীয় সরকারের ২৩৩টি সংস্থার ভোট আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী ময়মনসিংহ সিটিতে আগামী ৯ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কুমিল্লার মেয়রের মৃত্যুর কারণে একই দিন সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে ৯ মার্চ তিনটি পৌরসভায় সাধারণ নির্বাচন, ১৫টি পৌরসভায় শূন্যপদে উপনির্বাচন, ১৩টি ইউপিতে সাধারণ নির্বাচন, ১৯০টি ইউপিতে শূন্যপদে উপনির্বাচন এবং সাতটি জেলা পরিষদের শূন্যপদে উপনির্বাচন হবে।

Manual8 Ad Code

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। এর মধ্যে সিটি পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)। আর ইউপির নির্বাচন হবে ব্যালট পেপারে।

Manual4 Ad Code

সেদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হবে।

Manual7 Ad Code

শেয়ার করুন