এরা আ. লীগের শত্রু , দেশের শত্রু: প্রধানমন্ত্রী

Daily Ajker Sylhet

admin

১০ এপ্রি ২০২৩, ০১:২৮ অপরাহ্ণ


এরা আ. লীগের শত্রু , দেশের শত্রু: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
একটি জাতীয় পত্রিকার সংবাদ প্রকাশের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নাম তার …, কাজ করে অন্ধকারে। একটা শিশুর হাতে ১০টাকা তুলে ধরে এ রকম মিথ্যাচার করতে পারে!পত্রিকাটি আওয়ামী লীগের শত্রু, দেশের শত্রু ও জাতির শত্রু।

প্রধানমন্ত্রী আজ জাতীয় সংসদে দেওয়া ভাষণে এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, এরা শুরু থেকেই আমাদের বিরোধীতা করছে।

তিনি বলেন, দেশের সুশীল সমাজ আজ পদলেহন করছে বিদেশিদের। তারা উন্নয়ন চোখে দেখে না। তারা উন্নয়ন ও গণতন্ত্রকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে।

Sharing is caring!