Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে মাদ্রাসার ছাদ ধসে ৩শিক্ষার্থী আহত

admin

প্রকাশ: ২৯ মে ২০২৩ | ০১:৩০ অপরাহ্ণ | আপডেট: ২৯ মে ২০২৩ | ০১:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জে মাদ্রাসার ছাদ ধসে ৩শিক্ষার্থী আহত

Manual2 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা:
গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ এম দাখিল মাদ্রাসার ছাদ ধসে পড়ে পড়ে ৩শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার শিক্ষার্থীদের মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করে।

Manual8 Ad Code

আহত শিক্ষার্থীরা হলো মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ফতেহপুর পশ্চিম পাড়া গ্রামের সুহাদা বেগম (১১), সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আঞ্জুমা বেগম (১৫) ও আম্বিয়া বেগম (১৫)।

Manual6 Ad Code

স্থানীয় ও মাদ্রাসার সুত্রে জানা যায়, রোববার সোয়া ১১টার দিকে হঠাৎ মীরগঞ্জ মোজাহিরুল ইসলাম দাখিল মাদ্রাসার ছাদ ধসে পড়ে যায়। এসময় ছাদের নিচে থাকা ৩জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এসময় মাদ্রাসার শিক্ষকরা তাদের তাৎক্ষণিক গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় ছাত্রী আঞ্জুমা বেগমের মাথা ফেটে যায় এবং সুহাদা বেগমের পা ভেঙ্গে যায়। এছাড়াও অপর ছাত্রী আম্বিয়া বেগম মাথায় আঘাতপ্রাপ্ত হন।

এদিকে এ ঘটনা শুনার পর তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত শিক্ষার্থীদের দেখতে আসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার।

মীরগঞ্জ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ছয়েফ উদ্দিন জানান, মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদের কিছু অংশ হঠাৎ ধসে পড়ে ৩জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এই বিল্ডিংটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।

Manual2 Ad Code

অনেক বড় ধরনের দুর্ঘটনা থেকে আজ আমরা রক্ষা পেলেও আগামীতে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছি। তিনি মাদ্রাসাটির ভবণটি পরিদর্শন করে ভবণটি ঝুকিপূর্ণ হিসেবে ঘোষণার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Manual6 Ad Code

Sharing is caring!

শেয়ার করুন