জামায়াতেরও ফের দুদিন অবরোধের ডাক

Daily Ajker Sylhet

admin

০৩ নভে ২০২৩, ০৪:০৮ অপরাহ্ণ


জামায়াতেরও ফের দুদিন অবরোধের ডাক

স্টাফ রিপোর্টার:
বিএনপির ঘোষণার পর এবার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিবৃতিতে জামায়াত তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে অবরোধ চলাকালে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে শুক্রবার (৩ নভেম্বর) দেশব্যাপী দোয়া অনুষ্ঠান। সেইসঙ্গে রবিবার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ অবরোধের কর্মসূচি ঘোষণা করে দলটি।

এর আগে সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, দলের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের মুক্তি ও রাজধানীতে মহাসমাবেশে হামলা, সাংবাদিক ও নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধে সারাদেশে কর্মসূচি পালন করে জামায়াত।

Sharing is caring!