ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীর মৃত্যু

Daily Ajker Sylhet

admin

০৮ অক্টো ২০২৩, ০৪:২১ অপরাহ্ণ


ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি:
সিলেট-আখাউড়া সেকশনের মাধবপুর উপজেলার ছাতিয়াইন (রতনপুর) রেল স্টেশনের কাছে রবিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ট্রেনে কাটা পড়ে সুমন (২৫) নামে এক শ্রবণপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

নিহত সুমন উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের উত্তর নোয়াপাড়া গ্রামের আব্দুল নুর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০টায় ঢাকাগামী ট্রেন ছাতিয়াইন (রতনপুর) রেল স্টেশনের কাছে সুমন পাহাড় থেকে জালানি কাঠ সংগ্রহ করে রেল লাইনের উপর দিয়ে হেটে তার বাড়ি ফিরছিলো।এ সময় পিছন দিক থেকে ট্রেন এসে তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে। মাধবপুর থানা ভারপাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম খান জানান- লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!