তামিম-সাকিবের লড়াইকে যেভাবে দেখছে বরিশাল

Daily Ajker Sylhet

admin

২৮ ফেব্রু ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ণ


তামিম-সাকিবের লড়াইকে যেভাবে দেখছে বরিশাল

ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের শেষ পর্ব যেন জমে ক্ষীর হয়ে গিয়েছে। কারণ দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ (বুধবার) মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। দল ছাপিয়ে যেখানে দর্শকদের আগ্রহের বড় জায়গা দেশের ক্রিকেটের বড় দুই পোস্টারবয় সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। তবে শিষ্যদের ব্যক্তিগত দ্বৈরথ নিয়ে ভাবেন না বলে জানিয়েছেন বরিশাল কোচ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘আমরা নিজেদের খেলাটা উপভোগের চেষ্টা করি। তখন তামিম-সাকিবের জিনিসটা (দ্বৈরথ) আমাদের মাথায় আসে না। আমি চাই, আমরা যে দলে কাজ করি… তামিম সেরা ক্রিকেট খেলুক, আমার দল জিতুক। এই জিনিসটা উপভোগ করি। মাঠের খেলাটা উপভোগ করি।’

রাউন্ড রবিন লিগেও মুখোমুখি হয়েছিল দু’দল। যেখানে সাকিবের বলে ব্যাট করেছিলেন তামিম। আবারও সেই মুখোমুখি লড়াইয়ের প্রসঙ্গে বাবুল বলেন, ‘বল টু বল খেলা হয়। তামিম যখন ব্যাটিং করে, কে বোলিং করছে তা দেখে না। সেটা ভালো বল না খারাপ বল… বল দেখে ক্রিকেট খেলা হয়, চেহারা দেখে খেলা হয় না। আর আমি ইদানিং দেখছি, খুবই চলছে সাকিব-তামিম… আমার মনে হয়, এটা স্বাভাবিক একটা জায়গায় এলে ভালো হয়। সবাই ভালো থাকে।’

এদিকে রংপুর দলে রয়েছেন আফগান পেসার ফজলহক ফারুকি। এই পেসারের বলেও আন্তর্জাতিক ম্যাচে অনেকবারই আউট হয়েছেন তামিম। সে অবস্থা থেকে এই দেশসেরা ওপেনার বের হয়ে এসেছেন বলে মত বরিশাল কোচের, ‘আমার মনে হয়, ফারুকির যে ব্যাপারটা, সেটা আরও দুই বছর আগের ঘটনা। এখন আর ওই অবস্থায় নেই। আলহামদুলিল্লাহ তামিমও খুব ভালো অবস্থানে আছে। আর বললাম তো, দুই-তিন বছর আগের ঘটনা। এখন সেটা পুনরাবৃত্তি ঘটার কোনো কারণ দেখছি না।’

উল্লেখ্য, চলতি বিপিএলের প্লে-অফ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে শুরু করেছে তামিমের দল বরিশাল। রাউন্ড রবিন পর্বের পয়েন্ট টেবিলে সেরা দুইয়ের বাইরে থাকায় তারা ফাইনালে উঠতে দ্বিতীয় পরীক্ষা দিতে হবে। তাদের প্রতিপক্ষ আসরের অন্যতম ফেভারিট দল সাকিবের বরিশাল। প্রথম কোয়ালিফায়ারে তাদেরকে হারিয়ে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরিশাল-রংপুরের দ্বিতীয় কোয়ালিফায়ার আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে।

Sharing is caring!