দক্ষিণ সুরমায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

Daily Ajker Sylhet

admin

০৪ জুন ২০২৩, ০১:৪৩ অপরাহ্ণ


দক্ষিণ সুরমায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৪ জুন) সকাল দশটার দিকে উপজেলার তেতলী ইউনিয়নের অতিরবাড়ি নামকস্থানে দুই ট্রাকের সংঘর্ষের ঘটনায় তিনজন গুরুতর আহত হন বলে জানা গেছে। এ ঘটনায় রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, সিলেট-ঢাকা মহাসড়ক হয়ে একটি ট্রাক ময়মনসিংহ এবং অপর ট্রাক সিলেট শহরগামী ছিল। মুখোমুখি সংঘর্ষে ময়মনসিংহগামী ট্রাকের চালক গাড়িতে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে দক্ষিণ সুরমা থানা পুলিশ। ওই ট্রাক চালকের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

এ ঘটনায় মোট ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে জানায় পুলিশ। তাদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

সকাল সাড়ে দশটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ওই এলাকা দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে দক্ষিণ সুরমা থানা পুলিশের সদস্যরা যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Sharing is caring!