‘বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ অনিশ্চিত’
২৯ এপ্রি ২০২৩, ১২:৪৭ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক:
আগেরদিন খালেদ মাহমুদ বলেছিলেন, ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলে মাহমুদউল্লাহকে দেখছেন না তিনি।
এবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানালেন, ওয়ানডে বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ অনিশ্চিত। শুক্রবার মোহাম্মদপুরের নবোদয় হাউজিং সোসাইটিতে নিজের বাসায় মিনহাজুল সাংবাদিকদের জানান, ২৪ জনের পুলে মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈমও আছেন।
তিনি বলেন, ‘২৪ জন খেলোয়াড় নিয়ে আমাদের পুল। পুলে যারা আছে তাদের সবাইকে পর্যবেক্ষণ করা হচ্ছে। যাকে প্রয়োজন মনে করা হবে তাকেই নেওয়া হবে।’ জাতীয় দল থেকে বাদ পড়ার পর মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগেও সেভাবে রান পাননি মাহমুদউল্লাহ।
এদিকে বাজে ফর্ম ও মন্থর ব্যাটিংয়ের দরুন জাতীয় দল থেকে বাদ পড়া মোহাম্মদ নাঈম ঢাকা লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ৭১৯ রান করেছেন। মিনহাজুল বলেন, ‘নাঈম ভালো করছে। সে আমাদের এইচপি টিমে ছিল। ‘এ’ দলের সামনে সিরিজ। সেখানেও তাকে দেখব। ঢাকা লিগে অনেক খেলোয়াড় ভালো করছে। তাদেরও দেখা হচ্ছে।’
প্রধান নির্বাচক বলেন, ‘পেস বোলারদের জন্যও একটা পুল করেছি। যেখানে পেসারদের মধ্যে ১০ জন রয়েছে, তাদের মধ্যে মৃত্যুঞ্জয় আছে। সেখান থেকে তাকে এবারের সিরিজে যুক্ত করা হয়েছে। আশা করছি টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করে আরও উন্নতি করতে পারবে সে।’