বিশ্বকাপ বাছাইয়ের দলে ফিরলেন মোরসালিন

Daily Ajker Sylhet

admin

০৬ নভে ২০২৩, ০৪:১৩ অপরাহ্ণ


বিশ্বকাপ বাছাইয়ের দলে ফিরলেন মোরসালিন

স্পোর্টস ডেস্ক:
অনাকাঙ্ক্ষিত মদকাণ্ডে নিষিদ্ধ হওয়ার পর আবারও জাতীয় দলে ফিরলেন শেখ মোরসালিন। তরুণ এই ফরোয়ার্ডকে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য প্রাথমিক দলের ক্যাম্পে ডেকেছেন কোচ হাভিয়ের কাবরেরা।

রোববার (৫ নভেম্বর) অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১১ নভেম্বর ভোরে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিবেন ফুটবলাররা।

আজ (সোমবার) প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা ৭ নভেম্বর মোহনবাগানের বিপক্ষে এএফসি কাপের ম্যাচ শেষে ক্যাম্পে যোগ দেবেন।

বাংলাদেশের প্রাথমিক দল: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন, মাহফুজুল হাসান প্রিতম, বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, কাজী তারিক রায়হান, রহমত মিয়া, আলমগীর মোল্লা, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদউদ্দিন, রিয়াদুল হাসান, সোহেল রানা, শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মজিবুর রহমান জনি, রবিউল হাসান, চন্দন রায়, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ, রাকিব হোসেন, সুমন রেজা, রহিম উদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, দীপক রায়, আরমান ফয়সাল আকাশ, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।

Sharing is caring!