ভূমধ্যসাগরে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

Daily Ajker Sylhet

admin

১২ নভে ২০২৩, ০১:৪৪ অপরাহ্ণ


ভূমধ্যসাগরে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক:
পূর্ব ভূমধ্যসাগরে দুর্ঘটনার শিকার হয়ে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) প্রশিক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড (ইইউকম)। খবর এএফপির।

বিমান দুর্ঘটনার খবর জানালেও এটা কোন ধরনের বিমান বা কোথায় বিধ্বস্ত হয়েছে তা জানায়নি ইইউকম। তবে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর ইসরায়েলের সহায়তায় মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে ইইউকম জানিয়েছে, প্রশিক্ষণের সময় গত শুক্রবার পূর্ব ভূমধ্যসাগরে দুর্ঘটনার শিকার হয়ে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানে থাকা ক্রু সদস্যদের পরিণতি কী হয়েছে তা জানায়নি ইইউকম। কী কারণে এই বিমান বিধ্বস্ত হয়েছে তা তদন্ত করছে মার্কিন সেনাবাহিনী।

গত ৭ অক্টোবর হামাসের হামালার পরপর ইসরায়েলের সহায়তায় বিভিন্ন সামরিক সরঞ্জাম পাঠানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোরদার করেছে ওয়াশিংটন। এর মধ্যে বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ও অন্যান্য যুদ্ধজাহাজ রয়েছে।

Sharing is caring!