মৌলভীবাজারের সার্ভার হ্যাক করে রোহিঙ্গা নিবন্ধন

Daily Ajker Sylhet

admin

২২ সেপ্টে ২০২৩, ০২:০৫ অপরাহ্ণ


মৌলভীবাজারের সার্ভার হ্যাক করে রোহিঙ্গা নিবন্ধন

রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের সার্ভার হ্যাক হয়ে রোহিঙ্গা নিবন্ধন করেছে দূর্বৃত্তরা। এ পর্যন্ত কয়েকশ রোহিঙ্গা নিবন্ধন হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

তবে ইউনিয়নের চেয়ারম্যান জানিয়েছেন গত ২০ দিনের তথ্য যাচাইয়ে ১৫৩টি ভুয়া নিবন্ধনের তথ্য তারা পেয়েছেন। এ ব্যাপারে রাজনগর থানায় সাধারণ ডায়রি করেছেন ইউপি চেয়ারম্যান নকুল দাস।

ইউনিয়ন ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর শরিয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসিয়া বিবি (২৭) নামে একজন রোহিঙ্গা নারী পাসপোর্ট করতে গিয়ে কর্তৃপক্ষের হাতে আটক হন। তার আইডি কার্ড না থাকায় জন্মনিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে যান তিনি। আসিয়া আক্তার যে নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে গিয়েছিলেন সেটি রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়ন থেকে নিবন্ধিত। যা গত ৯ সেপ্টেম্বর ইউনিয়ন কার্যালয় থেকে নিবন্ধিত হয়েছে। আটক ওই নারী কক্সবাজারের টেকনাফ থানার আলী যোহার ও আম্বিয়া খাতুন দম্পতির মেয়ে বলে পুলিশকে জানিয়েছে।

বিষয়টি যাচাই করার জন্য উধর্বতন কর্তৃপক্ষ রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার কাছে পাঠালে ইউএনও ফতেহপুর ইউনিয়নের সচিব পাপড়ি দত্তকে কার্যালয়ে ডেকে আনেন। ইউনিয়ন সচিবের আইডি থেকে লগইন করতে সমস্যা হওয়ায় বুঝতে পারাযায় আইডি হেকড হয়েছে। পরে আইডি নিষ্কৃয় করে রাখা হয়।

এব্যাপারে ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাস রাজনগর রাজনগর থানায় সাধারণ ডায়রি (নং ৯৭৪) করেছেন।

এদিকে এ পর্যন্ত কতটি নিবন্ধন কার্ড নিবন্ধিত হয়েছে তা এখনো নিশ্চত হওয়া যায়নি। কঠোর নিরাপত্তা থাকা সত্তেও আইডি কিভাবে হেকড্ হলো এনিয়েও দেখা দিয়েছে সংশয়।

ফতেহপুর ইউনিয়নের সচিব পাঁপড়ি দত্ত বলেন, গত দুই মাস থেকেই সার্ভারে সমস্যা করছে। কিন্তু এটি হেকড হয়েছে কি না তা আমারা বুঝতে পারিনি। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাদেরকে তার কার্যালয়ে ডেকে নেয়ার পর আমরা বুঝতে পারি এটি হেকড্ হয়েছে। এখন আইডি ডিজেবল করে রাখা হয়েছে।

ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাস বলেন, সার্ভার হ্যাক হয়ে ভুয়া নিবন্ধন করা হয়েছে। এসব নিবদ্ধনে আমাদের স্বাক্ষর নেই। আমরা যাচাই করছি। এ পর্যন্ত ১৫৩টি ভুয়া নিবদ্ধন পাওয়া গেছে। তবে কবে থেকে হেক হ্যাক হয়েছে বলতে পারছিনা। এব্যাপারে আমি রাজনগর থানায় জিডি করেছি।

রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা বলেন, ইউনিয়ন অফিসের সার্ভার হ্যাক হয়ে কয়েকটি ভুয়া নিবন্ধন হয়েছে। এগুলো রোহিঙ্গা কি না বলতে পারছি না। উর্ধ্বতন কর্তপক্ষের কাছ থেকে একটি নিবন্ধন যাচাইর জন্য আসায় বিষয়টি বুঝতে পারা যায়। ইউনিয়ন থেকে যে প্রতিবেদন দেয়া হয়েছে তা উধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

Sharing is caring!