লাশ উদ্ধার : হোটেল আল-ছালিমে কেন এসেছিলেন নিপুন?

Daily Ajker Sylhet

admin

০২ নভে ২০২৩, ০৫:২৮ অপরাহ্ণ


লাশ উদ্ধার : হোটেল আল-ছালিমে কেন এসেছিলেন নিপুন?

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের মেন্দিবাগ এলাকার হোটেল আল-ছালিমের একটি কক্ষ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। হোটেল কর্তৃপক্ষের দেওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে কোতোয়ালি থানাপুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত নিপুন বাবু (৪৮) কিশোরগঞ্জ জেলার খলিয়া থানার একরামপুর গ্রামের সুরুজ আলীর ছেলে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।

তিনি বলেন- হোটেল কর্তৃপক্ষের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে হোটেল আল-ছালিমের ৩৪০ নম্বর কক্ষ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে হচ্ছে- এটি স্বাভাবিক মৃত্যু। রাতের কোনো এক সময় তিনি মারা গেছেন।

হোটেল আল-ছালিম কর্তৃপক্ষ জানায়- নিপুন বাবু সোমবার (৩০ অক্টোবর) রাতে হোটেল সালিমের ৩৪০ নং কক্ষে উঠেন। তাঁর একটি মাটি কাটার মেশিন আছে। সেটি সুনামগঞ্জে সরকারি একটি প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছে। সেই মাটি কাটার মেশিনের একটি যন্ত্রাংশ কিনতে তিনি সুনামগঞ্জ থেকে সিলেট এসে মেন্দিবাগ এলাকার হোটেল আল-ছালিমে উঠেন। তার সঙ্গে শুকুর আলী নামে একজন ছিলেন। বুধবার দিবাগত রাত ২টার দিক নিপুন মারা গেলেন শুকুর প্রথমে হোটেল কর্তৃপক্ষকে এ খবর দেন এবং পরে হোটেল কর্তৃপক্ষ জানায় পুলিশকে। পরে সকালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

Sharing is caring!