সিলেট আসছেন না ওবায়দুল কাদের
০৬ নভে ২০২৩, ১২:২৬ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি আজ সোমবার (৬ নভেম্বর) সিলেটের বালাগঞ্জ আসার কথা ছিলো। সকাল ১০টায় বালাগঞ্জ সদরে বড়ভাঙ্গা নদীর উপর ১শ ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দু’টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিলো তাঁর।
কিন্তু অনিবার্য কারণবশতঃ সেতুমন্ত্রী আজ সিলেট আসছেন না। তবে ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
ওবায়দুল কাদেরের সিলেট সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমপি হাবিব প্রধান বক্তা এবং সিলেট সিটি করপোরেশনের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখবেন।