Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বিএনপির ৯ নেতা কারাগারে

admin

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩ | ০৫:৩১ অপরাহ্ণ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ০৫:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে বিএনপির ৯ নেতা কারাগারে

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
বিএনপির সারা দেশে ডাকা টানা তিন দিনের অবরোধের সমর্থনে পিকেটিং চলাকালীন সময়ে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে সুনামগঞ্জে বিএনপি, যুবদল, ছাত্রদলের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের বিএনপির কার্যালয়ের সামন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি স্বীকার করেছেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।

Manual1 Ad Code

দুপুরে গ্রেফতারকৃত নেতাদের আদালতে হাজির করলে তাদের মধ্যে ৯ জনকে জেল হাজতে পাঠায় আদালত।

Manual1 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোঃ শওকত, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক রাখাব উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইজাজুল হক নাসিম,তাহিরপুর উপজেলা যুবদল নেতা সাকিব মুন খোকন,তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল, ইকবাল হোসেন, শামছুল হক (৪৮), হেনু মিয়া।

Manual2 Ad Code

এছাড়াও আটকৃত বিএনপি নেতা অ্যাড. তৌহিদ চৌধুরীকে এই মামলা জামিন প্রদান করেন বিজ্ঞ বিচারক।

Manual2 Ad Code

এদিকে রাজনৈতিক কর্মসূচি চলাকালীন গণহারে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়টি রাজনৈতিক প্রহসন উল্লেখ বিএনপিসহ সভাপতি অ্যাড. শেরেনূর আলী বলেন, আমাদের কয়েকশত নেতাকর্মীর নামে গায়েবি মামলা দেয়া হয়েছে। অনেককে গ্রেফতার করা হয়েছে। এটি গণতান্ত্রিক রাষ্ট্রে বড় ধরনের প্রহসন। জনগণ এটি মেনে নিবে না।

Sharing is caring!

শেয়ার করুন