১৩ হুতি বন্দিকে মুক্তি দিল সৌদি

Daily Ajker Sylhet

admin

০৯ এপ্রি ২০২৩, ১২:২৫ অপরাহ্ণ


১৩ হুতি বন্দিকে মুক্তি দিল সৌদি

অনলাইন ডেস্ক:
এক সৌদি বন্দির মুক্তির বিনিময়ে ১৩ ইয়েমেনি হুতি বিদ্রোহীকে মুক্তি দিয়েছে রিয়াদ।

ইয়েমেনের এক হুতি বিদ্রোহী নেতা শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলুর।

হুতি নেতা আবদুল কাদের আল মুরতাবা বলেন, বন্দিবিনিময় চুক্তির আওতায় আগেই এক সৌদি বন্দিকে মুক্তি দিয়েছিল ইয়েমেন। তার বিনিময়ে শনিবার ওই ১৩ হুতি বিদ্রোহীকে মুক্তি দিল সৌদি আরব।

তিনি বলেন, আমরা আশা করি দুই দেশের মধ্যে এ বন্দিবিনিময় প্রক্রিয়া অব্যাহত থাকবে।

তবে এ ব্যাপারে সৌদি সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। শনিবার ইয়েমেনের সরকার জানিয়েছে, ৮৮৭ জন হুতি বিদ্রোহীকে মুক্তি দেওয়ার কথা থাকলে সৌদি কর্তৃপক্ষ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এ প্রক্রিয়া বন্ধ রেখেছে।

জাতিসংঘের মধ্যস্থতায় গত বছর সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে বন্দিবিনিময় চুক্তি হয়েছে। এতে বলা হয়, দুই দেশের মধ্যে দুই হাজার বন্দিবিনিময় হবে।

২০২২ সালের এপ্রিল মাসের প্রথম দিকে ইয়েমেন ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পর দুই দেশের মধ্যে কিছুসংখ্যক বন্দিবিনিময়ের পর আবার দেশ দুটি সংঘাতে জড়িয়ে পড়লে বন্দিবিনিময় চুক্তি মুখ থুবড়ে পড়ে।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ইরানপন্থি হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় সৌদি আরব।

 

Sharing is caring!