অব্যাহতি পাওয়া এসআইদের আমরণ অনশনের ঘোষণা
১৪ জানু ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার:
চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আবারও অবস্থান নিয়ে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই)।
সোমবার বিকালে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সচিবালয়ের সামনে অবস্থানের ঘোষণা দেন।
কর্মসূচি থেকে আন্দোলনকারীরা বলেন, ২০২৩ সালের ৪ নভেম্বর আমরা ট্রেনিংয়ে অংশ নিই। ট্রেনিং সম্পন্ন হওয়ার পর আমাদের নানা কারণ দেখিয়ে চাকরিতে নিয়োগ না দিয়ে চারটি ধাপে মোট ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়। তাই আমরা ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই) চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছি।
আন্দোলনকারী আলমগীর হোসেন বলেন, আমরা প্রধান উপদষ্টো, স্বরাষ্ট্র উপদষ্টো ও আইজিপি বরাবর আবেদন ও স্মারকলিপি দিয়েছি। আমাদের যতগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে সেখানে আমরা আইন-কানুন মেনেই স্মারকলিপি দিয়েছি। বেশকয়েক দিন শান্তিপূর্ণভাবে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছি। আমরা আশা রাখছি, আজকে আমাদের পক্ষে একটা সদ্ধিান্ত আসবে। কিন্তু সরকারের তরফ থেকে কোনো ধরনের আশ্বাস না পাওয়ায় আমরণ অনশন ও সচিবালয়ের সামনে অবস্থানের ঘোষণা করছি।