Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে ফ্লাইওভার থেকে ছিটকে পড়লো বাস, নিহত ২১

admin

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ | ১২:২৭ অপরাহ্ণ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ | ১২:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
ইতালিতে ফ্লাইওভার থেকে ছিটকে পড়লো বাস, নিহত ২১

Manual1 Ad Code

প্রবাস ডেস্ক:
ইতালির ভেনিস শহরের কাছে একটি ফ্লাইওভার থেকে বাস ছিটকে নিচে পড়ে দুই শিশুসহ অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন। পরে বাসটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে ইতালি ছাড়াও ইউক্রেন, ফ্রান্স, জার্মান এবং ক্রোয়েশিয়ার নাগরিক রয়েছেন।

ইতালির সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, বাসটি ভেনিস থেকে মারঘেরা যাওয়ার পথে ফ্লাইওভারের রেলিং ভেঙে মেস্ত্রে জেলার রেলপথের কাছে ৩০ ফিট নিচে পড়ে যায়, যা একটি সেতুর মাধ্যমে ভেনিসের সঙ্গে সংযুক্ত। ফ্লাইওভার থেকে নিচে পড়ার পর বাসটিতে আগুন ধরে যায়। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে বাসের চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

দেশটির কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি মিথেন গ্যাস দ্বারা চালিত ছিল এবং বিদ্যুতের লাইনে পড়ে বাসটিতে আগুন ধরে যায়। ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো এ ঘটনাকে ‘বিশাল ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন।

Manual6 Ad Code

তিনি জানান, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। হতাহতদের উদ্ধারে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। ইতালির আনসা নিউজ এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। ৫ জন এখনও নিখোঁজ রয়েছে।

Manual1 Ad Code

তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি।

Manual7 Ad Code

শেয়ার করুন