এসএসসি ২০২৩ : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

Daily Ajker Sylhet

admin

০৫ এপ্রি ২০২৩, ০৩:৩০ অপরাহ্ণ


এসএসসি ২০২৩ : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

স্টাফ রিপোর্টার:
সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ

প্রাচীন বাংলার জনপদ

১. চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী

– চন্দ্রদ্বীপের বর্তমান নাম হল বরিশাল।

২. ইৎসিং কোন দেশের ভ্রমণকারী?

– ইৎসিং চীন দেশের ভ্রমণকারী।

৩. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?

– শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ।

৪. বড় কামতা কোন জনপদের রাজধানী ছিল?

– প্রাচীন সমতট।

৫. কোন অঞ্চলটি আদ্র নিম্নভূমি?

– তাম্রলিপ্ত অঞ্চলটি আদ্র নিম্নভূমি।

৬. কর্ণসুবর্ণ কোন জনপদের রাজধানী ছিল?

– কর্ণসুবর্ণ গৌড় জনপদের রাজধানী ছিল

৭. মহাস্থানগড়ের পূর্বনাম কী ছিল?

– মহাস্থানগড়ের পূর্বনাম ছিল পুন্ড্র।

৮. গৌড়ের রাজধানী কোথায় ছিল?

– গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ।

৯. সিলেট কোন জনপদের অন্তর্গত ছিল?

– সিলেট হরিকেল জনপদের অন্তর্গত ছিল।

১০. বাংলার প্রাচীন জনপদ কোনটি?

– বাংলার প্রাচীন জনপদ হল বঙ্গ।

১১. চন্দ্রদ্বীপের প্রাণকেন্দ্র কোথায় ছিল?

– চন্দ্রদ্বীপের প্রাণকেন্দ্র ছিল বরিশাল।

১২. বর্তমান কোন জেলা চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ছিল?

– বর্তমান বরিশাল জেলা চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ছিল।

প্রাচীন বাংলার

রাজনৈতিক ইতিহাস

১৩. অশোক কোন বংশের রাজা ছিলেন?

– অশোক মৌর্য বংশের রাজা ছিলেন।

১৪. মাৎসান্যায় এর অবসান ঘটে কিভাবে?

– পালদের আগমনে মাৎসান্যায় এর অবসান ঘটে।

১৫. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?

– শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবণ ।

১৬. সোমপুর বিহার কোথায় অবস্থিত?

– সোমপুর বিহার পাহাড়পুরে অবস্থিত।

১৭. পাল বংশের প্রতিষ্ঠাতা কে?

– পাল বংশের প্রতিষ্ঠাতা হলো গোপাল।

১৮. গোপালের পিতার নাম কী?

– গোপালের পিতার নাম বপ্যট।

১৯. ‘দানসাগর’ গ্রন্থের রচয়িতা কে?-

– দানসাগর’ গ্রন্থের রচয়িতা বল্লাল সেন।

২০. বিজয় সেন কোন ধর্মের অনুসারী ছিলেন?

– বিজয় সেন শৈব ধর্মের অনুসারী ছিলেন।

২১. আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করেন?

– আলেকজান্ডার খ্রিষ্টপূর্ব ৩২৭ অব্দে ভারত আক্রমণ করেন।

২২. শ্রীচন্দ্রের পিতার নাম কী?

– শ্রীচন্দ্রের পিতার নাম ত্রৈলোক্যচন্দ্র।

২৩. সেন বংশের শাসকদের কী বলা হতো?

– সেন বংশের শাসকদের ব্রহ্মক্ষত্রিয় বলা হতো।

২৪. কয়জন রাজা স্বাধীন বঙ্গরাজ্য শাসন করতেন?

– তিনজন রাজা স্বাধীন বঙ্গরাজ্য শাসন করতেন।

২৫. খড়গ বংশের রাজাদের রাজধানী কোথায় ছিল?

– খড়গ বংশের রাজাদের রাজধানী ছিল কর্মান্ত- বাসক।

ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা

১. তমদ্দুন মজলিশ গঠনের নেতৃত্ব দেন কে?

– অধ্যাপক আবুল কাশেম

২. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ২য় বার গঠিত হয় কখন?

– ১৯৪৮ সালের ২ মার্চ।

৩. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কার নেতৃত্বে গঠিত হয়?

– আব্দুল হামিদ খান ভাসানী।

৪. পূর্ববাংলা ভাষা কমিটি কত সালে গঠিত হয়?

– ১৯৪৯ সালে।

৫. পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কখন?

– ১৯৪৭ সালের ১৪ আগস্ট।

৬. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়?

– ১৯৪৭ সালে।

৭. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

– মোহাম্মদ আলী জিন্নাহ।

৮. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

– হামিদুর রহমান।

৯. ভাষা আন্দোলন কত সালে চূড়ান্ত রূপ লাভ করে?

-১৯৫২ সালে।

১০. কত সালে প্রথম শহিদ দিবস পালিত হয়?

– ১৯৫৩ সালে।

১১. ১৯৪৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বয়স কত ছিল?

– ২৭ বছর।

১২. সদ্য গঠিত আওয়ামী মুসলীম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয় কোথায়?

– ঢাকার আরমানিটোলায়।

১৩. কত সালে ছয় দফা দাবি উত্থাপন করা হয়?

– ১৯৬৬ সালে।

১৪. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?

– ২২৩টি।

১৫. ১৯৫৬ সালের সংবিধান কত বছর পর্যন্ত কার্যকর ছিল?

– ২ বছর পর্যন্ত।

 

Sharing is caring!