কমলগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Daily Ajker Sylhet

admin

১৮ মার্চ ২০২৩, ০৬:২৫ অপরাহ্ণ


কমলগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টায় দেওছড়া চা বাগান এলাকা থেকৈ গাঁজাসহ তাকে আটক করা হয়েছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক সোহেল রানা ও উপ পরিদর্শক আব্দুর রহমান গাজীর নের্তৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দেওছড়া চা বাগানে সুদর্শন গোয়ালার বসতবাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুদর্শন গোয়ালাকে আটক করেন।

এ সশয় সুদর্শন গোয়ালার স্ত্রী মিনা গোয়ালা পালিয়ে যায়।

আটক মাদক ব্যবসায়ীর বসতঘর তল্লাশি করে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। সুদর্শন গোয়ালা ও তার স্ত্রী দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয় করে আসছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মো. শামীম আকনজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আটক ব্যক্তিকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!