গাঁজা’সহ বিশ্বনাথে আটক ১
২৪ এপ্রি ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ণ


বিশ্বনাথ সংবাদদাতা:
সিলেটের বিশ্বনাথে ১৮০ গ্রাম গাঁজা’সহ তুরণ মিয়া (৪২) নামের এক মাদক সেবনকারীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজার এলাকা থেকে তুরণ মিয়াকে আটক করা হয়।
সে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল জমশেরপুর গ্রামের মৃত লোকমান আলীর পুত্র।
বিশ্বনাথ থানা এলাকায় চলমান মাদক বিরুধী অভিযানে আটককৃত তুরণ মিয়াকে অভিযুক্ত করে ‘মাদকদ্রব্য আইনে’ বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন থানার এসআই শহিদুল ইসলাম। মামলা নং ৮ (তাং ২৩.০৪.২৫ইং)।
গাঁজাসহ তুরণ মিয়াকে আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, আটককৃত তুরণ মিয়ার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের হয়েছে। আজ (বৃহস্পতিবার) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।