টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য আবুল কাশেম মারা গেছেন

Daily Ajker Sylhet

admin

১৬ মার্চ ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ণ


টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য আবুল কাশেম মারা গেছেন

স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কাশেম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, আবুল কাশেম শুক্রবার দুপুরে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার স্ত্রী দ্রুত তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর দুপুর ২টায় মৃত ঘোষণা করেন।

দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের আলালপুর গ্রামে তার প্রতিষ্ঠিত আবুল কাশেম কল্যাণ ট্রাস্ট মসজিদ প্রাঙ্গণে রাত ১০টায় নামাজে জানাজা অনুুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আবুল কাশেম জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন, তিনি বিগত ২০০৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি নির্বাচিত হন।

Sharing is caring!