বড়লেখায় ৩টি মহিষ চুরি, আটক ১

Daily Ajker Sylhet

admin

১২ এপ্রি ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ণ


বড়লেখায় ৩টি মহিষ চুরি, আটক ১

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সোনাতনপুর গ্রামের ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর (মনিপুরি) এক গৃহস্থের প্রায় ৩ লাখ টাকা মূল্যের তিনটি মহিষ চুরির ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার দুইদিনেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন মহিষ মালিক।

তবে, এলাকাবাসী গোপন সংবাদের হাকালুকি হাওড়ের চাতলা বিলের পাড় থেকে একটি মহিষ উদ্ধার ও দুলাল মিয়া নামে এক চোরকে আটক করে বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় পুলিশে সোপর্দ করেন। অবেশেষে শনিবার বিকেলে থানা পুলিশ মহিষ চুরির মামলার আসামি হিসেবে আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

ভুক্তভোগী গৃহস্থ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সোনাতনপুর গ্রামের মনিপুরি সম্প্রদায়ের গৃহস্থ বাবাতন সিংহের গোয়াল ঘর থেকে ৭ এপ্রিল রাতে তিনটি মহিষ চুরি হয়। পরদিন তিনি থানায় লিখিত অভিযোগ দেন। বাবাতন সিংহ জানান, এই মহিষগুলোই তার উপার্জনের একমাত্র সম্বল। এগুলো চুরি হওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়। তার অভিযোগ, মহিষ চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার দুইদিনেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী নিয়ে বৃহস্পতিবার ১০ এপ্রিল হাকালুকি হাওড়ের চাতলা বিলের পাড়ের ছাদু মিয়ার বাতান থেকে একটি মহিষ উদ্ধার ও দুলাল মিয়া নামক এক চোরকে আটক করেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে ছাদু মিয়া পালিয়ে যায়। ওই দিন (বৃহস্পতিবার) রাত সাড়ে দশটার দিকে স্থানীয় ইউপি সদস্য সাহেদুল ইসলাম সুমনের উপস্থিতিতে আটক চোর ও উদ্ধারকৃত একটি মহিষ থানার এসআই মাসুদ পারভেজ জমাদারের নিকট সোপর্দ করেন। পরদিন শুক্রবার মামলা রেকর্ড, অন্যান্য চোরদের গ্রেপ্তার, চুরি যাওয়া অপর দুই মহিষ উদ্ধারের অনুরোধ জানালেও পুলিশ নানা টালবাহানা করেছে। অবশেষে শনিবার বিকেলে পুলিশ আটক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। আটক দুলাল মিয়ার তথ্যানুযায়ী ছয়জনের বিরুদ্ধে মামলা রেকর্ড করেছে পুলিশ।

ইউপি সদস্য সাহেদুল ইসলাম সুমন জানান, ৭ এপ্রিল বাবাতন সিংহের তিনটি মহিষ চুরি হয়। ৮ এপ্রিল তিনি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। ১০ এপ্রিল গোপন সংবাদের ভিওিতে সোনাতনপুরের নিজাম উদ্দীন, ভুলন মিয়া, বাবুল হোসেন, কবির হোসেন, সেলু মিয়া, বাবাতন সিংহ প্রমুখ হাকালুকি হাওড়ের ছাদু মিয়ার বাতান থেকে ১টি চোরাই মহিষ উদ্ধার ও দুলাল মিয়া নামক চোরকে আটক করেন। এসময় ছাদু পালিয়ে যায়। ওই দিন রাতে উদ্ধার মহিষ ও আটক চোরকে তার উপস্থিতিতে পুলিশে সোপর্দ করা হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এব্যাপারে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। অবশেষে রাতে মামলা রেকর্ড করে আটক চোরকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করেছে। এর আগে বাবাতন সিংহের ভাতিজা আইকমনি সিংহের দেড় লাখ টাকা মূল্যের একটি গরু চুরি হলেও এখনও কোনো হদিস মিলেনি।

মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মাসুদ পারভেজ জানান, উদ্ধার মহিষ পুলিশ জব্দ করে থানায় রেখেছে। আটক ব্যক্তিকে মহিষ চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন। অপর দুই মহিষ উদ্ধার ও অপর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

Sharing is caring!