শিবির থাকায় অনুষ্ঠান বর্জন ছাত্রদলের

Daily Ajker Sylhet

admin

০৭ জানু ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ


শিবির থাকায় অনুষ্ঠান বর্জন ছাত্রদলের

স্টাফ রিপোর্টার:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় ‘রাজনীতির সংস্কার : প্রসঙ্গ ডাকসু জাকসু চাকসু রাকসু’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক থাকায় সংলাপ বর্জন করেছেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।

সোমবার (০৬ জানুয়ারি) বিকাল ৩টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় সংলাপে আলোচক হিসাবে আমন্ত্রণ জানানো হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ থাকায় সংলাপ বর্জন করেন আমানুল্লাহ আমান। তবে তিনি বিশ্ববিদ্যালয়ের এসে নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সংলাপ বর্জনের ঘোষণা দিয়ে চলে যান।

এ বিষয়ে আমানুল্লাহ আমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রদলের নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে আমরা শিবিরের সঙ্গে কোনো সংলাপে বসতে পারি না। ৫ আগস্টের পরে আমরা তাদের সঙ্গে কোনো সংলাপে বসি নাই।স্বাধীনতা যুদ্ধ ও ফ্যাসিবাদ বিতাড়িত করার প্রশ্নে তারা যেভাবে মিথ্যাচার করেছে এর পরে তাদের সঙ্গে কোনো সংলাপের চিন্তা করি না।

জাকসুর প্রসঙ্গে তাদের ভাবনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা অবশ্যই জাকসু চাই।তবে ফ্রেমওয়ার্ক তৈরি করে যদি কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয় তবে আমরা এ বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেবো।

এছাড়াও উক্ত সংলাপে উপস্থিত ছিলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ইসলামি আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি খন্দকার আহসান মারজান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি প্লাবন তারিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলসহ ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার নেতৃবৃন্দ।

Sharing is caring!