Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলের হোটেলে এবার যুবকের ঝুলন্ত মরদেহ

admin

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩ | ০৬:৩৯ অপরাহ্ণ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ | ০৬:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
শ্রীমঙ্গলের হোটেলে এবার যুবকের ঝুলন্ত মরদেহ

Manual1 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রিসোর্টে পর্যটক খুনের রেশ না কাটতেই এবার একটি হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) নতুন বাজার এলাকার হোটেল মুন থেকে নিতাই দাস (৩০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিতাই সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের বীরেন্দ্র দাসের ছেলে।

Manual7 Ad Code

শনিবার সকালে হোটেল কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
জানা গেছে, গত বুধবার নতুন বাজার এলাকার হোটেল মুন এর ২১৫ নম্বর কক্ষে উঠেছিলেন নিতাই।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করে হোটেলের ব্যবস্থাপক মো. রাকিব মিয়া ওরফে রতন জানান, ‘সকালে পাশের একটি ভবনের একজন দেখতে পান কক্ষে ফ্যানের সঙ্গে নিতাইর দেহ ঝুলছে। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।

Manual2 Ad Code

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হেসেন সরদার হোটেল থেকে লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এরআগে গত ২৭ আগস্ট শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টের কক্ষ থেকে শফিকুল ইসলাম (৩৮) এক পর্যটকের লাশ উদ্ধার করে পুলিশ।

Manual2 Ad Code

শেয়ার করুন