Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

admin

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ০১:০৭ অপরাহ্ণ | আপডেট: ১৫ জুলাই ২০২৪ | ০১:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী রোববার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পার্টি কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, স্মরণ সভা, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ।

রংপুর নগরীর শহিদ মোবারক সরণিতে (সেন্ট্রাল রোড) সকাল ৬টায় জাতীয় পার্টি কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর দুপুরে পল্লীনিবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পল্লীনিবাসে মরহুমের কবরের পাশে অস্থায়ী মঞ্চে স্মরণ সভায় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সভাপতিত্ব করেন। বক্তব্য দেন পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ভিপি আলাউদ্দিন মিয়া, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর কমিটির সহসভাপতি লোকমান হোসেন, জাহেদুল হক প্রমুখ।

Manual5 Ad Code

এদিকে দিবসটি উপলক্ষ্যে নগরীর ৩০টি পয়েন্টে মরহুমের ভাষণ ও কুরআন তেলাওয়াত মাইকে প্রচার, দুস্থদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিরের আয়োজন করা হয়।

রাজশাহী মহানগরীর গণকপাড়াস্থ পার্টি কার্যালয়ে স্মরণ সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক শাহিনুল ইসলাম শাহিন, সাইফুল ইসলাম খোকন, সাজিদুল ইসলাম ঈশান, সদস্য সচিব ওয়াসিউর রহমান দোলন প্রমুখ। গাইবান্ধায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির রংপুর বিভাগীয় অতিরিক্ত মহাসচিব সাবেক এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

Manual5 Ad Code

জেলা জাতীয় পার্টির সভাপতি মো. সরওয়ার হোসেন শাহিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আতাউর রহমান আতা, সুন্দরগঞ্জের পৌর মেয়র পার্টির নেতা আব্দুর রশীদ সরকার ডাবলু, পার্টির কেন্দ্রীয় সদস্য মো. আব্দুর রাজ্জাক মণ্ডল, জেলা জাতীয় পার্টির সহসভাপতি হাসান কবির তোতা, পার্টির নেতা একেএম নুরুন্নবী সরকার মিটুল, আলমগীর মণ্ডল, জাহিদুল ইসলাম সূর্য্য, আব্দুল মান্নান মণ্ডল, আজিজুল ইসলাম বিএসসি, আব্দুল জলিল সরকার, আবু সায়েম মোক্তার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী মো. মশিউর রহমান।

Manual6 Ad Code

টাঙ্গাইলে জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম মোল্লা, আহ্সান খান আছু, উপজেলা শাখার আহ্বায়ক সলিমুল্লাহ দুলাল, সদস্য সচিব কায়ছার রেজভী, জেলা নেতা আলমগীর হোসেন, মজিবুর রহমান খান প্রমুখ। শেরপুর শহর জাতীয় পার্টির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর শাহ্ মোহাম্মদ হারুন জিলানী সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মানিক কর্মকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হক মনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম ঠাণ্ডা, আইনজীবী ফেডারেশনের সভাপতি মো. আব্দুল কাদের খান, জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি মো. আব্দুল হালিম, শহর জাতীয় পার্টির সহ-সভাপতি মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মুন্নাফ মুন্না, যুগ্ম সম্পাদক মো. এসএ বাবুল, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল আলম আকন্দ, অর্থবিষয়ক সম্পাদক মো. জেসমুল হুদা লেবু।

রাজবাড়ীতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান খান মোমিন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক পার্টির সভাপতি আক্কাছ আলী বাবু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হেলাল মাহমুদ, গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. মজিবর রহমান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম মন্টু, যুগ্ম দপ্তর সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাবু রতন সরকার, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) আব্দুল মান্নান, জেলা যুব সংহতির সভাপতি আসাদুল হক মিলন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. সোলায়মান প্রমুখ। দোয়া পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির ধর্মবিষয়ক সম্পাদক ও জেলা ওলামা পার্টির সভাপতি মাওলানা লুৎফর রহমান।

মানিকগঞ্জে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ন খান। কেন্দ্রীয় সদস্য ও জেলা জাতীয় পার্টির সহসভাপতি বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাসান সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য মো. শামসুল হক, হারুনুর রশিদ হারুন, জেলা শাখার সহসভাপতি মো. নোয়াব আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক মহিউদ্দিন খান মানিক, যুগ্ম সম্পাদক মো. তাইনুর রহমান খান রতন, যুগ্ম সম্পাদক মো. মোশারফ হোসেন মজনু বিশ্বাস, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মুজিবুর রহমান খান শাহীন, জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আলীমুর রহমান সবুজ, সদর উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর শাখার সভাপতি মো. সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. আনসার আলী, যুব সংহতির সভাপতি মো. জহিরুল ইসলাম চুন্নু ও শিবালয় উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রমজান প্রমুখ।

জামালপুরের দেওয়ানগঞ্জে পার্টির কার্যালয়ে সহ-সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে সাধারণ সম্পাদক শরীফ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক তোতা, যুগ্ম সম্পাদক আতিকুর রহমান লিটন প্রমুখ। বরিশালের বাবুগঞ্জে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আ. হালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদস্য সচিব ওমর ফারুক বাবুল আকন, যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন বেপারী, মো. জসিম উদ্দিন, মো. কবির হোসেন, মো. সবুজ খান, মোবাশ্বের আলী সিকদার, শাহজাহান বাদশা, মো. পারভেজ হাওলাদার, ছাত্রসমাজের আহ্বায়ক সালাউদ্দিন মুন্না, রহমতপুর যুবসংহতির সভাপতি মো. রাকিবুল হাসান, ছাত্র সমাজের সভাপতি সুমন শাওন, মো. শান্ত প্রমুখ।

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সিনিয়র সহ-সভাপতি কেএম সামচুল রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক সরদার হারুন রানা, জাতীয় পাটির নেতা আলতাফ হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা সাদেক হাওলাদার, দুলাল দত্ত, শ্যামল দাস, দোলোয়ার হোসেন, কাজী এনাম হোসেন প্রমুখ।

Manual6 Ad Code

ময়মনসিংহের গৌরীপুরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন। বক্তব্য দেন সাবেক আহ্বায়ক কামরুল আহসান দিবাকর, রামগোপালপুর জাতীয় পার্টির আহ্বায়ক মো. নজরুল ইসলাম, সিধলার সভাপতি ডা. আব্দুস সালাম, সহনাটীর সভাপতি আব্দুস সাত্তার, বোকাইনগরের আহ্বায়ক আব্দুল গফুর, মাওহার সাধারণ সম্পাদক মো. শফি উদ্দিন মিনা, ডৌহাখলার সাধারণ সম্পাদক কারিম উদ্দিন, পৌর জাতীয় পার্টির প্রচার সম্পাদক মো. মুর্তুজ আলী, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মো. তোফাজ্জল হোসেন, যুব সংহতির সাংগঠনিক সম্পাদক জাহিদ ইসলাম হিমন, ছাত্র সমাজের নেতা লিমন আহম্মেদ, লিমন আহম্মেদ, শরিফ উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন