Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

‘স্বামীর সঙ্গে চেহারা মিল হওয়ায়’ শিশুসন্তানকে হত্যা করলেন মা!

admin

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪ | ০৬:২২ অপরাহ্ণ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ | ০৬:২২ অপরাহ্ণ

ফলো করুন-
‘স্বামীর সঙ্গে চেহারা মিল হওয়ায়’ শিশুসন্তানকে হত্যা করলেন মা!

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:
শিশুসন্তানকে হত্যার ঘটনায় ভারতে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ওই নারীর নাম সূচনা শেঠ। তিনি বেঙ্গালুরুর স্টার্টআপ সিইও।

Manual2 Ad Code

গত ৭ জানুয়ারি নিজের চার বছরের ছেলেকে হত্যার অভিযোগ ওঠে সূচনার বিরুদ্ধে। অভিযোগ, তিনি গোয়ার একটি অ্যাপার্টমেন্টে ছেলেকে খুন করে লাশ সুটকেসে ভরে ট্যাক্সি নিয়ে বেঙ্গালুরু রওনা হন। ঘটনা জানাজানি হওয়ার পর কর্নাটকের চিত্রদুর্গে তাকে গ্রেফতার করা হয়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সূচনা শেঠকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলিশ জানিয়েছে, হত্যার আগে ঘুমপাড়ানি গান গেয়ে সন্তানকে ঘুম পাড়িয়েছিলেন সূচনা। ছেলে ঘুমিয়ে গেলে তার মুখে বালিশ চেপে ধরে খুন করা হয়।

এছাড়া সূচনা যে সুটকেসে তার শিশুসন্তানের লাশ ভরে নিয়ে গোয়া থেকে বেঙ্গালুরু গিয়েছিলেন, সেখান থেকে একটি টিস্যু পেপার উদ্ধার করেছে পুলিশ। সেই টিস্যুতে আইলাইনার দিয়ে লেখা ছিল পাঁচটি লাইন। সেখানে নিজের বিষাক্ত দাম্পত্য এবং স্বামীর ওপর রাগের কথা লিখেছিলেন সূচনা। তবে টিস্যুতে ঠিক কী কী লেখা ছিল, তা পুলিশ প্রকাশ করেনি।

Manual1 Ad Code

তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, ওই রাতে সন্তানকে ওষুধও খাওয়ানো হয়েছিল। ঘর থেকে কাফ সিরাপের খালি দুটি বোতল উদ্ধার করা হয়েছে।

অ্যাপার্টমেন্টের এক প্রহরী জানিয়েছেন, তাকে দিয়ে একটি ওষুধের বোতল কিনিয়েছিলেন সূচনা। ফলে খুনের বিষয়টি পূর্বপরিকল্পিত ছিল বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, পারিবারিক আদালতে সূচনার সঙ্গে তার স্বামীর বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। আদালত নির্দেশ দিয়েছিল, প্রতি রোববার ছেলের সঙ্গে দেখা করতে পারবেন সূচনার স্বামী। আদালতের এ নির্দেশ সূচনা মেনে নিতে পারেননি।

Manual1 Ad Code

তার ছেলের সঙ্গে স্বামীর মুখের মিলও ছিল অনেক। ঘনিষ্ঠ মহলে সূচনা দাবি করতেন, ছেলেকে দেখলে স্বামীর কথা মনে পড়ে যায় তার।

সূচনার অভিযোগ, স্বামী ছেলেকে নিজের মতো করে তৈরি করছেন। নিজের গুণ ছেলের মধ্যে সঞ্চারিত করতে চাইছেন। আর এসব কারণেই ছেলেকে খুনের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে মনে করছে পুলিশ।

Manual3 Ad Code

শেয়ার করুন