৩২ বছর গোসল করেননি ভারতের ‘ছোটুবাবা’

Daily Ajker Sylhet

admin

০৫ জানু ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ণ


৩২ বছর গোসল করেননি ভারতের ‘ছোটুবাবা’

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বরাবরের মতো এবারও মহাকুম্ভ মেলার জন্য প্রস্তুত হচ্ছে। সেই মেলাকে কেন্দ্র করে এরই মধ্যে লোকসমাগম শুরু হয়ে গেছে। এর মধ্যে বিশেষ এক আকর্ষণ হয়ে উঠেছেন সাধক গঙ্গাপুরি মহারাজ ওরফে ছোটুবাবা। ৫৭ বছর বয়সি এই ভারতীয় সাধক ৩২ বছর ধরে গোসল করেননি!

নিজে গোসল না করলেও অবশ্য ভক্তদের ঠিকই পুণ্যস্নানে উৎসাহিত করছেন গঙ্গাপুরি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, গঙ্গাপুরি মহারাজ আসামের কামাখ্যা পীঠের সাধক। তার উচ্চতা ৩ ফুট ৮ ইঞ্চি। জীবনের একটি বিশেষ সংকল্পের কারণে ৩২ বছর ধরে শরীরে পানি ছোঁয়াননি তিনি।

এই ভিন্নধর্মী সিদ্ধান্তের বিষয়ে গঙ্গাপুরির ভাষ্য, এটি তার আধ্যাত্মিক জীবনযাত্রার একটি অংশ।

নিজে তিন দশকেরও বেশি সময় ধরে গোসল না করলেও ভক্তদের প্রতি তার পরামর্শ ভিন্ন। তিনি বলেছেন, তার জীবনযাত্রা এবং সাধনা তার নিজস্ব উদ্দেশ্য পূরণের জন্য। তবে সাধারণ মানুষের জন্য গোসল অত্যন্ত জরুরি।

প্রসঙ্গত, ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত মহাকুম্ভ মেলা ১২ বছর পরপর আয়োজিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের জন্য তাৎপর্যপূর্ণ এই আধ্যাত্মিক মিলনমেলা গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর তীরে, প্রয়াগরাজ, হরিদ্বার ও নাসিকে এই আয়োজন অনুষ্ঠিত হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা এখানে আসেন পুণ্য অর্জন করতে।

আগামী ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের মহাকুম্ভ মেলা। ধারণা করা হচ্ছে, এবারের মেলায় প্রায় ৪৫ কোটি মানুষের সমাগম হবে।

Sharing is caring!