সিলেটে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Daily Ajker Sylhet

admin

১৮ মার্চ ২০২৩, ০৩:২০ অপরাহ্ণ


সিলেটে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার:
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে সফরকারীরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ২টায় ম্যাচটি মাঠে গড়াবে।

এ ম্যাচে তামিম ইকবালের খেলা নিয়ে খানিকটা সংশয় ছিল। তবে সেই সংশয় উড়িয়ে দিয়ে টসে উপস্থিত হয়ে ম্যাচ খেলার কথা জানিয়ে দিয়েছেন এই বাঁহাতি ওপেনার।

ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ আছে চনমনে।

অপেক্ষাকৃত তরুণদের বাজিয়ে দেখার কথা বললেও দলের চিন্তায় জয় ছাড়া আর কিছুই নেই।

বিপরীতে আয়ারল্যান্ড পরীক্ষায় ফেলতে চাইছে বাংলাদেশকে।

অবশ্য আগের লড়াইগুলোতে আইরিশদের জন্য আশার কিছু নেই। উভয় দলের মুখোমুখি হওয়া ৯টি ম্যাচের মধ্যে ৭টিতে ফলাফল আছে। সেগুলোর সবক’টিতেই জয় পেয়েছে বাংলাদেশ।

দেশের মাটিতে আইরিশদের বিপক্ষে খেলা ৪টি ওয়ানডে ম্যাচেই জয় বাংলাদেশের।

Sharing is caring!