Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বপ্ন ভাঙলো তারকাদের, মনোনয়ন পাননি কেউ

admin

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ০১:৩৮ অপরাহ্ণ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ০১:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
স্বপ্ন ভাঙলো তারকাদের, মনোনয়ন পাননি কেউ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে স্থান পায়নি কোনো তারকা শিল্পী।

Manual7 Ad Code

মনোনয়ন নিয়েছিলেন যারা তাঁরা হলেন লাকী ইনাম, সুজাতা বেগম, সুবর্ণা মুস্তাফা, শমী কায়সার, রোকেয়া প্রাচী, তারিন জাহান, শিমলা, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, ঊর্মিলা শ্রাবন্তী কর, তানভিন সুইটি, জাকিয়া মুন, শামিমা তুষ্টিসহ বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কেউ মনোনয়ন পাননি। মনোনয়ন না পেলেও মনোনয়ন প্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন রোকেয়া প্রাচীসহ অনেকেই।

সংরক্ষিত আসনে আওয়ামী লীগ যাঁদের মনোনয়ন দিয়েছে তাঁদের মধ্যে রয়েছেন— বরিশালে ড. শাম্মী আহমেদ, লক্ষ্মীপুরে ফরিদুন্নাহার লাইলি, চট্টগ্রামে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান, গাজীপুরে মেহের আফরোজ, ঢাকায় সানজিদা খানম, ফরিদা ইয়াসমিন, হাসিনা বারি, নাহিদ, শবনম, সাহিদা তারেক দীপ্তি, শেখ আনার কলি পুতুল, পারুল আক্তার, রংপুরে নাসিমা জামান ববি, নরসিংদীতে মাসুদা সিদ্দিক, নোয়াখালীতে ফারিয়া খানম, গোপালগঞ্জে বোয়া আহমেদ, কুমিল্লায় অ্যারোমা দত্ত, নেত্রকোণায় নাদিয়া বিনতে আমিন, ভোলায় খালেদা বানু, টাঙ্গাইলে তারানা হালিম, শামসুন্নাহার, শরীয়তপুরে ঝর্ণা আক্তার, মুন্সীগঞ্জ ফজিলাতুন্নেছা।

Manual8 Ad Code

এ ছাড়া ১৪ দলের অনুরোধে গণতন্ত্র পার্টি থেকে কানন আরা বেগমকে (নোয়াখালী) মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

Manual3 Ad Code

শেয়ার করুন