কনেকে ডেকে নিয়ে গলায় ছুরি চালালেন চাচাতো বোন! রহস্য

Daily Ajker Sylhet

admin

০৬ মার্চ ২০২৪, ০৭:০৩ অপরাহ্ণ


কনেকে ডেকে নিয়ে গলায় ছুরি চালালেন চাচাতো বোন! রহস্য

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠানে কনেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে কনেরই চাচাতো বোন। এসময় মেয়েকে রক্ষা করতে আসলে কনের মাও আহত হয়েছেন। আহত কনে ও মাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় শমশেরনগর চা বাগানের রেলিটিলায় এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এলাকাজুড়ে রহস্য তৈরী হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার শমশেরনগর চা বাগানের রেলিটিলার সুরনারায়নের কনে সীমা রেলি (২১) এর বিয়ের দিন ধায্য ছিল। আগেরদিন রাতে সীমার গায়ে হলুদের আসর বসে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ঘরে আসার পর পার্শ্ববর্তী ঘরের নেচু রেলি প্রকাশ বৃষ্টি (২৫) কনে সীমা রেলিকে ডেকে বের করে। এ সময়ে দরজা খুলে বের হলে নেচু রেলির হাতে থাকা ধারালো ছুরি দিয়ে কনে সীমা রেলির গলায় আঘাত করে। সীমার চিৎকার শুনে ঘটনাস্থলে দৌড়ে গেলে মা রীনা রেলি (৫৮) এর মুখে ছুরি দিয়ে আঘাত করে। পরে কনে সীমা ও মা রীনা রেলিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।

তাদের অবস্থা আশঙ্কাজনক হলে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে রেফার করেন। তবে চাচাতো বোনের সাথে কি নিয়ে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায় নি। স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত নেচু রেলিকে আটকের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক এসআই জাকির হোসেন বলেন, ঘটনা শুনে বিয়ে বাড়িতে যাই এবং আসামি আটকের জন্য জোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Sharing is caring!