এপিবিএন’র অভিযানে গ্রেফতার ১

Daily Ajker Sylhet

admin

১৩ মার্চ ২০২৪, ০১:০৮ অপরাহ্ণ


এপিবিএন’র অভিযানে গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার:
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সিলেটের অভিযানে ওয়ারেন্টভুক্ত এক আসামী গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে মৌলভীবাজার জেলার বড়লেখা থানার দাসের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এপিবিএন সিলেট।

গ্রেফতারকৃত মো. ইয়াইয়া কানাইঘাট থানার অন্তর্গত রায়নগর এলাকার এবাদুর রহমানের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ মফিজুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক এসএম আল মামুনের নেতৃত্বে অভিযানে ওই আসামীকে গ্রেফতার করা হয়; মামলার দায়রা নং ১৪০২/১৭, কানাইঘাট সিআর নং – ৫২/২০১৭ মুলে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪,২৪,১৯০ টাকা জরিমানা সাজপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মো. ইয়াহিয়া।

আটককৃত আসামীকে জেল হাজতে প্রেরনের জন্য সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

Sharing is caring!