মোরগের ঠোকরে প্রাণ গেল যুবকের!
০৭ মার্চ ২০২৩, ১২:২৬ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক:
আয়ারল্যান্ডে এক বদমেজাজি মোরগের আক্রমণে জেসপার ক্রস নামে যুবক প্রাণ হারিয়েছেন।
একটি শিশুকে তাড়া করার সময় ওই যুবক ব্রাহমা জাতের ওই মোরগকে বাধা দিতে গেলে এটি তাকে ঠোকর মেরে আহত করে।
ঘটনাটি গত বছরের এপ্রিলে ঘটলেও বিষয়টি সম্প্রতি জানা গেছে। খবর ফক্স নিউজের।
যুবকের বাড়ির পাশে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশ হত্যা মামলা দায়ের করে।
ওই মামলা তদন্ত করতে গিয়ে সম্প্রতি আদালতে এ চাঞ্চল্যকর এ প্রতিবেদর জমা দেয়।
জেসপার ক্রসের ঘাড় ও পায়ে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। পরে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।