বিমানবন্দরে যাত্রীর প্যান্টের পকেটে মিলল জ্যান্ত সাপ

Daily Ajker Sylhet

admin

০৯ মে ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ণ


বিমানবন্দরে যাত্রীর প্যান্টের পকেটে মিলল জ্যান্ত সাপ

বিমানবন্দরে যাত্রীর প্যান্টের পকেটে মিলল জ্যান্ত সাপ
নিউজ ডেস্ক:
বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা যাত্রীর প্যান্টের পকেটে খুঁজে পান ছোট্ট একটা থলে। তাতেই ছিল একাধিক সাপ। সৌভাগ্যক্রমে উড়োজাহাজে ওঠার আগেই ধরা পড়েন তিনি সাপসহ।

গত সপ্তাহে এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে।

মিয়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, ২৬ এপ্রিল বিমানবন্দরের একটি চেক পয়েন্টে এক যাত্রীর প্যান্টের পকেটে লুকানো একটি ছোট ব্যাগে দুটি সাপ পাওয়া গেছে।

টিএসএ এ ঘটনার একটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, সানগ্লাসের মতো দেখতে একটি ব্যাগে দুটি ছোট সাপ রয়েছে।

টিএসএ জানিয়েছে সাপগুলো ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!