বার্সেলোনা ছাড়লেন পপ তারকা শাকিরা

Daily Ajker Sylhet

admin

০৫ এপ্রি ২০২৩, ০২:৩৫ অপরাহ্ণ


বার্সেলোনা ছাড়লেন পপ তারকা শাকিরা

বিনোদন ডেস্ক:
বিশ্ববিখ্যাত পপ গানের শিল্পী শাকিরার পুরো নাম ইসাবেল মেবারাক রিপোই শাকিরা। কলম্বিয়ান এই শিল্পী গত ২ মার্চ তার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে জানান, তিনি বার্সেলোনা ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডার সবচেয়ে বড় শহর মিয়ামিতে চলে যাচ্ছেন। সেখানে তার দুই ছেলে মিলান-১০ এবং সাশা-৮ কে নিয়ে পরিবারের অন্যান্যদের সঙ্গে বসবাস করবেন তিনি।

এক দশকেরও বেশি সময় ধরে শাকিরা বার্সেলোনায় বসবাস করে আসছিলেন। বর্তমানে সন্তানদের সুখের কথা চিন্তা করে তিনি বার্সেলোনায় বসবাসের জীবনের ইতি টানলেন।

শাকিরা তার পোস্টে আরও উল্লেখ করেন, বার্সেলোনায় বসবাস করে কিছু মানুষের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক স্থাপন হয়েছিলো।

প্রতিবেশীদের ভালোবাসায় আমি প্রতিনিয়ত সিক্ত হতাম। অনেক মিস করবো আপনাদের। তিনি তার পোস্টের উপসংহারে লিখেছেন, ‘আমার স্প্যানিশ ভক্তদের ধন্যবাদ যারা সবসময় আমাকে তাদের ভালোবাসা এবং আনুগত্য দিয়ে ঘিরে রেখেছিলেন, আবার দেখা হবে।’

বার্সেলোনার ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে ২০২২ সালে এই পপ গায়িকার বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের এক বছর পর শাকিরা বার্সেলোনা ছেড়ে ফ্লোরিডায় স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

 

Sharing is caring!