Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাট আদালতে রাহুল গান্ধীর আবেদন খারিজ

admin

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩ | ০৬:০২ অপরাহ্ণ | আপডেট: ২০ এপ্রিল ২০২৩ | ০৬:০২ অপরাহ্ণ

ফলো করুন-
গুজরাট আদালতে রাহুল গান্ধীর আবেদন খারিজ

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক :
রাহুল গান্ধী নিজেকে নির্দোষ দাবি করে মোদির উপাধি নিয়ে মন্তব্যের মামলায় ম্যাজিস্ট্রেট আদালতের রায়কে চ্যালেঞ্জ করেছিলেন। সুরাটের দায়রা আদালতে সেই আবেদন খারিজ হয়ে যায়। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে কর্ণাটকের এক জনসভায় সব মোদি চোর মন্তব্য করার জন্য রাহুলকে আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এ কারণে তিনি এমপির পদ হারান। এই পরিস্থিতিতে আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুরাট দায়রা আদালতের দ্বারস্থ হন রাহুল।

Manual3 Ad Code

তার আপিল ছিল, দোষী সাব্যস্ত হওয়ার রায় বাতিল করা হোক। তবে, সুরাট দায়রা আদালতের বিচারক আরপি মোগেরা রাহুলকে খালাস দেননি। আর এই পরিস্থিতিতে রাহুলের সাংসদ পদ ফিরে পাওয়ার আশা প্রায় শেষ।

Manual7 Ad Code

২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারের সময় রাহুল একটি জনসভায় বলেছিলেন, ‘কেন সব মোদি চোর হয়? রাহুল গান্ধীর নামে সুরাটের একটি আদালতে মামলা দায়ের করেছেন মোদি পদবিভুক্ত এক বিজেপি বিধায়ক। সেই মামলার কারণেই রাহুল এখন আদালতের চারপাশে ঘুরে বেড়াচ্ছেন।

 

Manual1 Ad Code

শেয়ার করুন