Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে মাদরাসায় হামলা, অস্ত্রসহ আটক ৩

admin

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ | ০৬:৫৫ অপরাহ্ণ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ | ০৬:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজারে মাদরাসায় হামলা, অস্ত্রসহ আটক ৩

Manual4 Ad Code

মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের শেরপুর এলাকায় জামেয়াতুল ফালাহ মাদরাসার ছাত্র-শিক্ষকদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের শেরপুর এলাকার আল-ফালাহ এলাকায় এ ঘটনা ঘটে। এতে মাদরাসা ছাত্র-শিক্ষকসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

Manual2 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদরাসা বন্ধের চেষ্টা চালাচ্ছিলেন ওই এলাকার চান মিয়া। গতকাল চান মিয়ার লোকজন মাদরাসার পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দেয়। এর কারণ জানতে চাইলে মাদরাসায় হামলা চালান চান মিয়ার লোকজন। এতে ছাত্র-শিক্ষকরা আহত হন।খবর পেলে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে এসে চান মিয়াসহ তিনজনকে আটক করে।

আটকরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আবাসিক এলাকার হরমুজ উল্লাহর ছেলে চান মিয়া (৫০), নবীগঞ্জ উপজেলার মজলিসপুর গ্রামের বশির মিয়া ছেলে আব্দুল হামিদ (৩০) ও খালেদ মিয়া (২৮)।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাস বলেন, মাদরাসার ড্রেন বন্ধ করে দেওয়ায় এই হামলার ঘটনা ঘটে। মাদরাসার ছাত্র-শিক্ষকদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে।

Manual6 Ad Code

এ ঘটনায় জড়িত ৩ জনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে মাদরাসা কর্তৃপক্ষ।

Manual8 Ad Code

শেয়ার করুন