কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত

Daily Ajker Sylhet

admin

০৭ নভে ২০২৩, ০৪:২৪ অপরাহ্ণ


কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক :
মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দোহায় একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশিসহ ছয় অভিবাসীর মৃত্যু হয়েছে

স্থানীয় সময় রোববার (৫ নভেম্বর) রাতে দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে পাশের একটি ভবনেও।

নিহত চার বাংলাদেশির মধ্যে দুইজনের বাড়ি ফেনীতে। বাকি দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত অন্য দুইজন পাকিস্তানি নাগরিক।

ফেনীর নিহতরা হলেন- ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা মোহাম্মদ মাহফুজুর রহমান ও দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ।

নিহত মীর হোসেন ফরহাদের চাচাতো ভাই তৌহিদুল ইসলাম জানান, ফরহাদ পুড়ে অঙ্গার হয়ে গেছে। তার কাগজপত্র নিয়েও কিছু জটিলতা আছে। পরিবারের পক্ষ থেকে ওই এলাকায় অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন ও ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাহার মিয়া কাতারে ফেনীর দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Sharing is caring!