জকিগঞ্জে বাবা-মাকে ফিরে পেল প্রতিবন্ধী শিশু

Daily Ajker Sylhet

admin

০৩ মে ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ণ


জকিগঞ্জে বাবা-মাকে ফিরে পেল প্রতিবন্ধী শিশু

স্টাফ রিপোর্টার:
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের তৎপরতায় মানসিক ভারসাম্যহীন খোকন (১১)খুঁজে পেল তার পরিবারকে। দীর্ঘ ১ মাস পর পরিবারকে খুঁজে পেয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় জকিগঞ্জ থানায়। খোকন সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের শিমুলবাক গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে।

গতকাল মঙ্গলবার দুপুরে থানার নারী, শিশু বয়স্ক ও প্রতিবন্ধী অফিস রুমে শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন।

জকিগঞ্জ ও শান্তিগজ্ঞ থানা পুলিশ, জনপ্রতিনিধি এবং ফেসবুকের সহযোগিতার মাধ্যমে ছেলেটিকে তাহার পিতা নজরুল ইসলাম নজু সহ পরিবারের লোকজনের নিকট তাহাকে হস্তান্তর করতে পেরে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওসি মোশাররফ।

 

অপরদিকে দীর্ঘ প্রায় একমাস পর হারানো ছেলেকে ফিরে পেয়ে আনন্দে ভরে ওঠে খোকনের বাবা নজরুল ইসলাম নজুর বুক এবং বাবাকে ফিরে পেয়ে হাসি ফোটে শিশু খোকনের মুখেও। বাবা ছেলের পুনর্মিলনের সময় জকিগঞ্জ থানায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

 

Sharing is caring!