Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পর্তুগালে বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ৩

admin

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩ | ০৫:৩৪ অপরাহ্ণ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ | ০৫:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
পর্তুগালে বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ৩

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
ইউরোপের দেশ পর্তুগালের দক্ষিণাঞ্চলের সেতুবাল শহরে এক বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন।

Manual7 Ad Code

রবিবার দেশটির রাজধানী লিসবন থেকে ৪৫ কিলোমিটার দূরের সেতুবালের এই ঘটনায় বন্দুকধারীও আত্মহত্যা করেছেন।

Manual4 Ad Code

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের পর্তুগাল সংস্করণের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সেতুবালের পিএসপি পুলিশ কমিশনার জোয়াও ফ্রেয়ার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তারা ঘটনাস্থলে চারটি মৃতদেহ পেয়েছেন। গুলিতে তাদের প্রাণহানি ঘটছে বলে ধারণা করা হচ্ছে।

Manual8 Ad Code

তবে কি কারণে এই গুলির ঘটনা ঘটেছে সেব্ষিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। ফ্রেয়ার বলেছেন, পুলিশের ফৌজদারি মামলা সংক্রান্ত তদন্ত সংস্থা পিজে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

সিএনএন পর্তুগাল বলছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে সেতুবালের বাইরো আজুল নামের এক পল্লীতে গুলির ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর হামলাকারী নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে।

Sharing is caring!

শেয়ার করুন

কিন্তু সাবেক ইউপি চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলার সাবেক দুইবারের জনপ্রিয় চেয়ারম্যান এবং সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আবদুল হাকিম চৌধুরীর অনুসারীরা কোনভাবেই আরিফকে মানতে নারাজ। তারা বলছেন, দুর্যোগে, দুর্বিপাকে আমরা সবসময় হাকিম চৌধুরীকেই পেয়েছি। প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে থাকা হাকিম চৌধুরীর বাড়ি ওই নির্বাচনী এলাকায়। আরিফুল হক এখানকার বাসিন্দা নন। যে কারনে নির্বাচনী এলাকায় তারা ‘অতিথি প্রার্থী’ কাউকে চায় না। স্থানীয় প্রার্থী হিসেবে হাকিম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জন্য দলের হাই কমান্ডের প্রতি জোর দাবি তাদের। এই আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা সামসুজ্জামান জামান, জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দীন ও সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিমের স্ত্রী এডভোকেট জেবুন্নাহার সেলিম।