পৃথক ঘটনা : গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পুকুরে ভাসছিলো মরদেহ

Daily Ajker Sylhet

admin

১১ অক্টো ২০২৩, ১২:৩৭ অপরাহ্ণ


পৃথক ঘটনা : গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পুকুরে ভাসছিলো মরদেহ

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজীপুর নওয়াপাড়া থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণী (২০) গাড়িচালক সুমন আহমদের স্ত্রী।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার সময় ফুলবাড়ি নওয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের ৮৯ নম্বর ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শাশুড়ির সাথে নিহত পুত্রবধূ একসাথে গোসল করেন। পরে শাশুড়ি একটি কাজে বাড়ির বাইরে গেলে ফিরে এসে দেখেন পুত্রবধূর ঝুলন্ত লাশ। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

ফুলবাড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য আবুল কাশেম বলেন, আমি এ খবর জানার পর সাথে সাথে চলে আসি এবং পুলিশকে খবর জানাই। পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

অপরদিকে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাড়ির পাশের পুকুরে পড়ে রবিউল হাসনাইন নিয়াদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার উবাহাটা মহল্লায় এ ঘটনা ঘটে।

রবিউল হাসনাইন নিয়াদ একই এলাকার হোটেল ব্যবসায়ী রেদুয়ান ইসলাম মুন্নার ছেলে। শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. তাহির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, সবার অজান্তে কোনো এক সময় নিয়াদ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে পরিবারের লোকজন। এরপর তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Sharing is caring!