Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথে কাউন্সিলর ও তার শ্যালকের বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

admin

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:০৫ অপরাহ্ণ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
বিশ্বনাথে কাউন্সিলর ও তার শ্যালকের বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিশ্বনাথে কাউন্সিলর ও তার শ্যালকের বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা

Manual8 Ad Code

সিলেটের বিশ্বনাথ পৌর কাউন্সিলর ও তার শ্যালকের বিরুদ্ধে আদালতে ৩ কোটি টাকা আত্মসাতের মামলা দায়ের করা হয়েছে।

গত ২৭ আগস্ট সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি ৩নং আদালতে এই মামলাটি দায়ের করা হয়। বিশ্বনাথের শাহজিরগাঁও গ্রামের আমরোজ আলীর স্ত্রী লন্ডন প্রবাসী আফতেরা বিবি (৫১) মামলাটি করেন। বিশ্বনাথ সিআর মামলা নং-৩২৮/২০২৩ইং।

Manual7 Ad Code

মামলায় প্রধান আসামি করা হয়েছে বিশ্বনাথ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলীর শ্যালক ছাতক উপজেলার বুরাইয়া বুরকি হাটি গ্রামের তফজ্জুল হোসেনের ছেলে মাছুম আহমদকে (৩৮)। আর এই মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে কাউন্সিলর ফজর আলীকে। মামলার বাদি ওই মহিলা ফজর আলীর খালা শাশুড়ি আর মাছুম আহমদের খালা হন।

Manual8 Ad Code

মামলার এজাহারে বাদি উল্লেখ করেছেন, মাছুম আহমদ ফজর আলীর যোগসাজসে তার নিকট থেকে ২টি প্লট ও ১টি তিন তলা বিশিষ্ট দালান ক্রয় করার জন্য ৩ কোটি টাকা আনেন। কিন্তু বাদীর নামে জায়গা ক্রয় না করে বিশ্বনাথ সাব রেজিষ্ট্রারের স্বাক্ষর জাল করে অবিকল সাফ কাবালা তিনটি দলিল সম্পাদনের রশিদ তাকে প্রদান করেন। যা তিনি সাব রেজিস্ট্রার অফিসে তল্লাশি দিয়ে দলিলের রশিদের কোন অস্তিত্ব খোঁজে পাননি। তাই তিনি আসামিদের বিরুদ্ধে মামলাটি এফআইআর গণ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা ও দ্রুত প্রতিকারসহ বিচার প্রার্থনা করেন। মামলাটি তদন্ত করে আগামী ১১ অক্টোবর প্রতিবেদন দেওয়ার জন্য বিশ্বনাথ থানার ওসিকে নির্দেশ দেন আদালত।

মামলার বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর ফজর আলী বলেন, কি কারণে মামলা হয়েছে আমি জানি না। আর ওই মহিলা আমার সম্পর্কে খালা শাশুড়ি। মানসিক ভারসাম্যহীন বলেও দাবি করেন কাউন্সিলর ফজর আলী।

Manual7 Ad Code

এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, আদালতে কাউন্সিলর ফজর আলীর খালা শাশুড়ি মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত চলছে।

Sharing is caring!

শেয়ার করুন