সিলেটের সীমান্ত এলাকা থেকে আজও ভারতীয় পণ্য জব্দ
১৬ অক্টো ২০২৪, ০৪:১৬ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ অভিযানে সিলেটের সীমান্ত এলাকা থেকে আজও ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- ১০৮ টি ভারতীয় শাড়ী, ২ হাজার ৪৩০ পিস নিভিয়া সফট ক্রিম, ১ হাজার ৪১৫টি প্রেকটিন সিরাপ, ১ হাজার ৫০০ কেজি চিনি, ১ হাজার ৬৮০ প্যাকেট বিড়ি, ৭ হাজার ৪৪০পিস সুপারি, ৭৫০ টি সাবান, ৫৯০ কেজি বাংলাদেশী রসুন, ২টি অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাল। যার আনুমানিক মূল্য ৪২ লক্ষ ১৫ হাজার ২৪০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।