Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে একঘন্টার ‘শাটডাউন’ শুরু

admin

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫ | ০১:৫১ অপরাহ্ণ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ | ০১:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে একঘন্টার ‘শাটডাউন’ শুরু

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে শুরু হয়েছে এক ঘণ্টার প্রতীকী ‘শাটডাউন’। রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরের দোকানপাট বন্ধ রেখে চলছে এই কর্মসূচি। নগরের কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় প্রতিবাদ সমাবেশ। সেখানে ইতোমধ্যে মানুষের উপস্থিতি বাড়তে শুরু করেছে। দোকানপাট বন্ধ, যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে; শহরের প্রধান প্রধান সড়কগুলোতে নেমেছে নীরবতা।

ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারসহ সিলেটের যোগাযোগব্যবস্থার দ্রুত প্রতিকার দাবি জানিয়ে এই কর্মসূচির ডাক দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট ও যানবাহনে কর্মবিরতি এবং কোর্ট পয়েন্টে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

Manual4 Ad Code

সমাবেশে যোগ দিতে আসছেন সিলেটের বিভিন্ন সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। মেয়র আরিফুল হক চৌধুরীও কিছুক্ষণের মধ্যেই সমাবেশে যোগ দেবেন বলে জানা গেছে।

শনিবার দিনভর নগরজুড়ে কর্মসূচি ঘিরে চলে ব্যাপক প্রচারণা। মাইকিং করা হয় এবং বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ করা হয়। সিলেটের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকও করেন আরিফুল হক চৌধুরী।

প্রচারপত্রে বলা হয়, “সড়কপথ, রেলপথ ও আকাশপথে সিলেটের যোগাযোগ ব্যবস্থার চরম দুরবস্থা আজ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ঢাকা-সিলেট মহাসড়কের যানজট, রেলপথে বগি সংকট ও টিকিট কালোবাজারি, আর আকাশপথে বিমানের টিকিটমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি—সব মিলিয়ে সিলেটবাসী অর্থনৈতিকভাবে বঞ্চিত হচ্ছেন।”

Manual4 Ad Code

আরিফুল হক চৌধুরী বলেছেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সিলেটবাসীর যাতায়াতের বিড়ম্বনা চরমে পৌঁছেছে। তাই উন্নয়ন চাই—স্বচ্ছ, টেকসই ও পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা চাই।”

Manual3 Ad Code

তিনি আরও জানান, “আজকের এক ঘণ্টার এই কর্মসূচি সিলেটবাসীর ঐক্য ও প্রতিবাদের প্রতীক। যদি সরকারের পক্ষ থেকে দ্রুত প্রতিকার না আসে, তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

Manual8 Ad Code

এর আগে বৃহস্পতিবার রাতে আরিফুল হক চৌধুরীর বাসভবনে সুশীল সমাজ, শিক্ষক, পরিবহন ও ব্যবসায়ী নেতাদের নিয়ে বৈঠক হয়। সেখানে রোববারের এই প্রতীকী কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আরও দাবি জানানো হয়— ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করা, সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন ও বগি সংযোজন এবং সিলেট-ঢাকা রুটে বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে আনা।

অন্যদিকে, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ঘোষণা দিয়েছেন, সোমবার দুপুর ১২টায় দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বরে ‘ঢাকা-সিলেট মহাসড়কের সূচনাস্থলের দুই পাশে গণ-অবস্থান ও মানববন্ধন’ কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার সড়ককে চার লেনে উন্নীত করার কাজ আট বছরেও শেষ হয়নি। ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এ প্রকল্পের কাজ করছে। তবে কাজের ধীরগতি ও অনিয়মের কারণে মহাসড়ক এখন যানজট ও দুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে।

আজকের এক ঘণ্টার ‘শাটডাউন’-এর মধ্য দিয়ে সিলেটবাসী সেই দীর্ঘদিনের ক্ষোভ ও বঞ্চনার প্রতিবাদ জানাচ্ছেন।

Sharing is caring!

শেয়ার করুন